AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Border: ওরা আসছে? সীমান্তে এবার নতুন রণকৌশল BSF-র, থরথর করে কাঁপবে বাংলাদেশ

Bangladesh Border: বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণ ও কট্টরপন্থীদের ভারতের ৭ রাজ্যকে দখলের হুঁশিয়ারির মধ্যে সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফের। ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বাড়ছে বিএসএফের টহল।

Bangladesh Border: ওরা আসছে? সীমান্তে এবার নতুন রণকৌশল BSF-র, থরথর করে কাঁপবে বাংলাদেশ
তৎপরতা বাড়াচ্ছে বিএসএফ Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 1:26 PM
Share

কলকাতা: অশান্তির আঁচে ফুটছে বাংলাদেশ। লাগাতার ভারতের দিকে ধেয়ে আসছে হুমকি। আক্রমণের ধার বাড়াচ্ছে কট্টরপন্থীরা। কখনও ভারতের মানচিত্র বদলের হুমকি আবার কখনও কলকাতা দখলের হুঁশিয়ারি, ধেয়ে আসছে একের পর এক আক্রমণ। এদিকে ভারত যে সে দেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণকে ভাল চোখে দেখছে না তা ঢাকায় গিয়ে কড়া বার্তায় বুঝিয়ে এসেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। তবে তারপরেও যে কট্টরপন্থীদের আক্রমণের ঝাঁঝ কমছে এমনটা নয়। 

বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণ ও কট্টরপন্থীদের ভারতের ৭ রাজ্যকে দখলের হুঁশিয়ারির মধ্যে সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফের। ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বাড়ছে বিএসএফের টহল। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। বাংলাদেশের সঙ্গে ভারতের বড় অংশের সীমান্ত এলাকা রয়েছে মুর্শিদাবাদে। ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকা। কিন্তু, এই এলাকাতেই বড় অংশজুড়ে নেই কাঁটাতার। তাতেই বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে বাংলা-বাংলাদেশের সীমান্ত দিয়ে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বহু পাচারকারীকেও ধরেছে বিএসএফ। এবার নতুন করে জোর দেওয়া হচ্ছে কাঁটাতারের উপর। 

এদিকে যে এলাকা নিয়ে কথা হচ্ছে তার কিছু এলাকা নির্ধারণ করে পদ্মা। ওই সময় এলাকারও বহু অংশে কাঁটাতার নেই বলে খবর। বিএসএফ সূত্রের খবর, সাগরপাড়া এলাকায় যে বিএসএফের রোড রয়েছে সেই রাস্তা আরও আয়তনে চওড়া করা হচ্ছে। সেখানেও দেওয়া হবে কাঁটাতারের বেড়া। অন্যদিকে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বিএসএফের বিভিন্ন ক্যাম্প। তবে সীমান্ত থেকে কিছুটা ভারতের ভিতরে এই কাঁটাতারের বেড়া দেওয়া হলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি কৃষকদের।