AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JU Student Death: বগুলা গ্রামীণ হাসপাতাল এবার যাদবপুরের মৃত ছাত্রের নামে হবে, স্মৃতিরক্ষায় বড় ভাবনা সরকারের

JU Student Death: খুন করা হয়েছে ছেলেকে। খুন করেছে হস্টেলের দাদারা। শুরু থেকেই এ কথা বারবার শোনা যায় মৃত ছাত্রের বাবার মুখে।

JU Student Death: বগুলা গ্রামীণ হাসপাতাল এবার যাদবপুরের মৃত ছাত্রের নামে হবে, স্মৃতিরক্ষায় বড় ভাবনা সরকারের
বগুলা গ্রামীণ হাসপাতালImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 6:21 PM
Share

কলকতা: এখনও চলছে তদন্ত। গ্রেফতারও হয়েছেন ১৩ জন। তবে জামিনে মুক্ত এক। এবার যাদবপুরের মৃত ছাত্রের স্মৃতিরক্ষায় বড় সিদ্ধান্ত সরকারের (West Bengal Government)। সূত্রের খবর, যাদবপুরের (Jadavpur University) বাংলা বিভাগের প্রথমবর্ষের ছাত্রের নামে হতে চলেছে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম। প্রসঙ্গত, এদিনই নবান্নে এসেছিলেন মৃত ছাত্রের পরিবারের লোকজন। এসেছিলেন বাবা-মা। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডেকে পাঠিয়েছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে। দোষীরা যাতে কড়া শাস্তি পান তা বিনীত গোয়েলকে দেখতে বলেছেন মমতা। এদিন কাঁদতে কাঁদতেই সাংবাদিকদের এ কথা বলেন মৃত ছাত্রের বাবা।

খুন করা হয়েছে ছেলেকে। খুন করেছে হস্টেলের দাদারা। শুরু থেকেই এ কথা বারবার শোনা যায় মৃত ছাত্রের বাবার মুখে। এদিনও ফের তাঁর মুখে শোনা যায় সে কথা। বলেন, “যাদবপুরে আমাদের সন্তানের হত্যা হয়েছে। সেই হত্যার বিচার চাইতে আমরা পরিবারের তরফ থেকে আমরা দিদির কাছে এসেছিলাম। দিদি আশ্বাস্ত করেছেন। বলেছেন ঘটনার বিচার হবে। বিনীত গোয়েল স্য়ারকে ডেকেছিলেন। আমাদের সামনেই তাঁকে বলেছেন দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপরাধীরা যেন কোনওভাবেই পার না পায়।”

একইসঙ্গে পুলিশ যেভাবে গোটা ঘটনার দ্রুত গতিতে তদন্ত করেছে তাতে তিনি খুশি বলেও জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। প্রসঙ্গত, যাদবপুরে ছাত্রমৃ্ত্যুর ঘটনায় শুরু থেকেই উঠেছে র‌্যাগিংয়ের অভিযোগ। তদন্তে নেমে প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে মোট ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্য়ে শুরুতেই গ্রেফতার করা হয় সায়েন্স বিভাগের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। শুধু সায়েন্স নয়, আর্টস ও ইঞ্জিনিয়রিং বিভাগের অনেক পড়ুয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি বসিয়ে তদন্ত করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেও উঠেছে র‌্যাগিংয়ের তত্ত্ব। এরইমধ্যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গেটে গেটে বসতে চলেছে সিসিটিভি।