Kolkata: কন্ডাক্টরকে বাঁচাতে যাত্রীবোঝাই বাসকেই অ্যাম্বুল্যান্স বানালেন চালক, ছুটল বাঙুর হাসপাতালে

Sourav Dutta | Edited By: সঞ্জয় পাইকার

Jan 22, 2025 | 9:28 PM

Kolkata: অন্যদিনের মতো এদিনও সন্ধ্যায় গড়িয়া থেকে এসপ্ল্যানেড আসছিল বাসটি। বাসে ভিড়ও ছিল। টিকিট কাটতে ব্যস্ত ছিলেন ষষ্ঠী। হঠাৎ শরীর খারাপ হওয়ায় চালককে জানান।

Kolkata: কন্ডাক্টরকে বাঁচাতে যাত্রীবোঝাই বাসকেই অ্যাম্বুল্যান্স বানালেন চালক, ছুটল বাঙুর হাসপাতালে
দ্রুত বাসটিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান চালক

Follow Us

কলকাতা: অফিস থেকে ফেরার সময়। বাসে যথেষ্ট ভিড়। তার মধ্যেই চলছে টিকিট কাটা। হঠাৎ শরীরটা খারাপ লাগল কন্ডাক্টরের। জানালেন চালককে। তড়িঘড়ি যাত্রীদের নিয়েই বাসকে এমআর বাঙুরের এমারজেন্সিতে নিয়ে এলেন চালক। কিন্তু, শেষরক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্ডাক্টরের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গড়িয়া থেকে এসপ্ল্যানেডগামী একটি বাসে।

পুলিশ জানিয়েছে, মৃত বাস কন্ডাক্টরের নাম ষষ্ঠী হালদার। বছর পঞ্চাশের ষষ্ঠীর বাড়ি নরেন্দ্রপুরে। দীর্ঘদিন ধরেই ৮০এ বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন।

অন্যদিনের মতো এদিনও সন্ধ্যায় গড়িয়া থেকে এসপ্ল্যানেড আসছিল বাসটি। বাসে ভিড়ও ছিল। টিকিট কাটতে ব্যস্ত ছিলেন ষষ্ঠী। হঠাৎ শরীর খারাপ হওয়ায় চালককে জানান।

এই খবরটিও পড়ুন

দীর্ঘদিনের সঙ্গী চালক বুঝতে পারেন, ষষ্ঠীর শরীর খুবই খারাপ। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন, বাসে করেই বন্ধু ষষ্ঠীকে হাসপাতালে নিয়ে যাবেন। বাসকেই কার্যত অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেন। বাস নিয়ে পৌঁছে যান এমআর বাঙুর হাসপাতালের এমারজেন্সিতে। ঘড়িতে তখন সোয়া সাতটা।

বন্ধু চালকের এত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে ষষ্ঠীর। বন্ধু কন্ডাক্টরের মৃত্যুর খবরে চালকের চোখে জল চলে আসে। ষষ্ঠী আর তাঁকে বলবে না, বাঁদিক চেপে চল।

 

Next Article