AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: নিশীথের গাড়িতে হামলা কীভাবে? সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Nisith Pramanik: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত।

CBI: নিশীথের গাড়িতে হামলা কীভাবে? সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
নিশীথ প্রামাণিক
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 2:50 PM
Share

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনার তদন্তভার এবার সিবিআই-এর (CBI) হাতে তুলে দিল হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের হামলার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি ছিল, ঘটনার সিবিআই তদন্ত করানো হোক। আদালতের কাছে তিনি আবেদন করেছিলেন, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়িতে যদি এভাবে আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? সেই যুক্তিতে সিবিআই-এর আবেদন জানানো হয়েছিল। কারণ, মামলাকারীর বক্তব্য ছিল, রাজ্য পুলিশ যদি তদন্ত করে, তাহলে সঠিকভাবে কারা অভিযুক্ত তা বোঝা যাবে না।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষের বক্তব্য ছিল, তৃণমূলের সমর্থকরা নয়, বিজেপির সমর্থকরা প্ররোচনা দিয়েছিল এবং সেই কারণেই একটি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে মামলাকারীর দাবি ছিল, সিবিআই দিয়ে তদন্ত করানো হোক। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, ওই হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, জায়গায় জায়গায় বোমা-বন্দুক পাওয়া যাচ্ছে। তারপর যদি কেন্দ্রীয় মন্ত্রীও সুরক্ষিত না থাকেন, তাহলে তো ধরে নিতে হবে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা। স্বাভাবিকভাবেই এটির সমাধান হওয়া উচিত এবং আদালত এটিকে গুরুত্ব দিয়ে দেখছে। আশা করি রাজ্য সরকারও এবার থেকে সাবধান থাকবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলছেন,  ‘একটি চক্রান্ত হয়েছিল রাজ্য সরকারকে কলুষিত করার জন্য। রাজ্য সরকারের হাতে থাকলে, সেই চক্রান্তগুলি ফাঁস হয়ে যেত।’