HC: সবাই মিছিল করে, অনুমতি দেয় পুলিশও : প্রধান বিচারপতি

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Nov 24, 2023 | 5:37 PM

Calcutta High Court: রাজ্যের আইনজীবী কিশোর দত্ত যখন বলেন, ধর্মতলায় সভা হলে যানজট হবে। যেহেতু সভাস্থল শহরের অন্যতম প্রাণকেন্দ্র, শহর স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাবে। এরপরই প্রধান বিচারপতি মন্তব্য করেন, তিনি ২ বছরের উপরে এ রাজ্যে আছেন। এমন ঘটনা যে নতুন নয়, তা তিনি বারবার দেখছেন।

HC: সবাই মিছিল করে, অনুমতি দেয় পুলিশও : প্রধান বিচারপতি
কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম।
Image Credit source: TV9Bangla

Follow Us

কলকাতা: বিজেপি ধর্মতলায় সভা করতে পারবে কি পারবে না তা নিয়ে মামলা। শুক্রবার সেই মামলার শুনানিপর্বে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের একের পর এক পর্যবেক্ষণ বা মন্তব্য নিয়ে আলোচনা বিভিন্ন মহলে। বিজেপি ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চায়। রাজ্যের যুক্তি, সেখানে সভা হলে যানজটে নাকাল হতে হবে মানুষকে। রাজ্যের তরফে আইজীবীর এ হেন মন্তব্য শুনেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, পশ্চিমবঙ্গে এ ঘটনা তো নতুন নয়।

রাজ্যের আইনজীবী কিশোর দত্ত যখন বলেন, ধর্মতলায় সভা হলে যানজট হবে। যেহেতু সভাস্থল শহরের অন্যতম প্রাণকেন্দ্র, শহর স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাবে। এরপরই প্রধান বিচারপতি মন্তব্য করেন, তিনি ২ বছরের উপরে এ রাজ্যে আছেন। এমন ঘটনা যে নতুন নয়, তা তিনি বারবার দেখছেন।

এরপরই প্রধান বিচারপতি শিবজ্ঞানম মন্তব্য করেন, ‘সরকারি কর্মচারি, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সকলেই রাস্তা আটকে মিছিল করে। পুলিশ তাদের অনুমতিও দিয়ে দেয়। আমি দেখছি এটা এখানে খুবই সাধারণ ব্যাপার।’ পুলিশ প্রতি ক্ষেত্রে কতটা সক্রিয় কার্যত এদিন তাও বুঝিয়ে দেন।

প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল বালিগঞ্জ এলাকায় রাত ৩টে পর্যন্ত ড্রাম বাজিয়ে লরিতে লোকজন শোভাযাত্রা করেছে। ৪-৫ দিন আগে দেখলাম ট্রাকের মাথায় একটি শিশুকে নিয়ে লোক যাচ্ছে। ধরে বসার কিছু নেই। পণ্যবাহী গাড়িতে করে মানুষ যাচ্ছে। পুলিশ কিছু বলছে না।”

 

Next Article