Calcutta HighCourt: দীপ্র ভট্টাচার্য কি সত্যিই আত্মঘাতী? বন্ধ খামে জমা পড়ছে রিপোর্ট

Calcutta HighCourt: রাজ্যের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় জানান, "একটা অংশ এসএমএসের প্রকাশিত হচ্ছে। কিন্তু তার অন্য অংশ প্রকাশিত হয়নি। নিজের কাজে একটা সময় অপরাধ অনুভূতি হয়েছে। সেই কারণে উনি আত্মহত্যা করছে বলে স্ত্রীকে জানান। আমরা FSL-কে সব পাঠিয়েছি।"

Calcutta HighCourt: দীপ্র ভট্টাচার্য কি সত্যিই আত্মঘাতী? বন্ধ খামে জমা পড়ছে রিপোর্ট
কলকাতা হাইকোর্ট Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 2:45 PM

কলকাতা: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের আত্মহত্যার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। সিলড কভারে প্রধান বিচারপতিকে রিপোর্ট দেবে রাজ্য। প্রধান বিচারপতির মন্তব্য, চিকিৎসক যে থ্রেট কালচারের অভিযোগ এনেছিলেন সেটি অন্য মামলায়। ইতিমধ্যেই শীর্ষ আদলতে বিচারাধীন। তিনি বলেন, “আমরা নর্থ বেঙ্গল লবি নিয়ে একটি মামলা শুনেছি। থ্রেট কালচার সেখানেও ছিল। রাজ্য তদন্তের অগ্রগতি নিয়ে জানাবে আদালতকে।”

রাজ্যের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় জানান, “এসএমএসের একটা অংশ প্রকাশিত হচ্ছে। কিন্তু তার অন্য অংশ প্রকাশিত হয়নি। নিজের কাজে একটা সময় অপরাধ অনুভূতি হয়েছে। সেই কারণে উনি আত্মহত্যা করছে বলে স্ত্রীকে জানান। আমরা FSL-কে সব পাঠিয়েছি।”

এরপরই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পরামর্শ, এই মামলায় চিকিৎসকের স্ত্রীকে যুক্ত করা উচিৎ। তাঁর কিছু বলার থাকতে পারে। তবে তাঁর পরিচয় গোপন রাখতে হবে। তিনি বলেন, “আমরা সিলড কভারে রিপোর্ট দেখব। FSL রিপোর্ট দেখে পরের সিদ্ধান্ত নেব।” মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পর। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর ঝাড়গ্রামের একটি লজের ভিতর থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। ছুটি কাটিয়ে ফিরেছিলেন লজে। তারপর আর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। পরে উদ্ধার হয় দেহ।