Calcutta High Court: মিউটেশনের জন্য দিতে হবে না সার্ভিস চার্জ, বিধাননগর পুরসভাকে পরিষ্কার জানিয়ে দিল হাইকোর্ট

Calcutta High Court: এই ইস্যুতে আদালতের বক্তব্য, আইন অনুযায়ী পুরসভা সার্ভিস চার্জ বাবদ এইভাবে টাকা নিতে পারে না। সেই সুযোগ নেই তাদের। এরপর মামলাদাকারীদের পুর কমিশনারের কাছে নতুন ভাবে মিউটেশনের আবেদনের অনুমতি দেয় কোর্ট।

Calcutta High Court: মিউটেশনের জন্য দিতে হবে না সার্ভিস চার্জ, বিধাননগর পুরসভাকে পরিষ্কার জানিয়ে দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 12:08 PM

কলকাতা: বিধাননগর পুরসভার সিদ্ধান্তে আপত্তি জানাল কলকাতা হাইকোর্ট। ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে হলে দিতে হবে সার্ভিস চার্জ। এতেই আপত্তি কোর্টের। মঙ্গলবার বিধাননগর পৌরসভার মিউটেশনের জন্য সার্ভিস চার্জ দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ। উল্লেখ্য, বিধাননগর পুরসভা এলাকার কয়েকজন বাসিন্দা ফ্ল্যাট ও বাড়ির মিউটেশন করতে গিয়ে সার্ভিস চার্জে নোটিস পেয়েছিলেন সংশ্লিষ্ট পুরসভার তরফে। এরপর কয়েকজন মামলা করেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলাতেই বিধাননগর পুরসভার সিদ্ধান্ত খারিজ করে কোর্ট।

এই ইস্যুতে আদালতের বক্তব্য, আইন অনুযায়ী পুরসভা সার্ভিস চার্জ বাবদ এইভাবে টাকা নিতে পারে না। সেই সুযোগ নেই তাদের। এরপর মামলাদাকারীদের পুর কমিশনারের কাছে নতুন ভাবে মিউটেশনের আবেদনের অনুমতি দেয় কোর্ট। মামলাকারী আইনজীবী আর্যক দত্ত আদালতে সওয়াল করেন, পুর আইনে এমনভাবে সার্ভিস চার্জ নেওয়ার কোনও নিয়ম নেই। কোর্টে একটি নথিও তুলে ধরেন তিনি। জানান, কেউ যদি মিউটেশন পাওয়ার জন্য পুরসভার ওই সার্ভিস চার্জ বাবদ টাকা দেন, তাহলে তাঁকে প্রায় দেড় লক্ষ টাকা বাড়তি দিতে হবে। যা একেবারে বেআইনিভাবে। আরও এক মামলাকারীর আইনজীবী অরিন্দম দত্ত আদালতে একই সওয়াল করেন।

তিনি বলেন,”আমরা মিউটেশন করার আগে আরটিআই করেছিলাম। তার জবাবে বিধাননগর পৌরসভা সার্ভিস চার্জ হিসেবে টাকা দিতে হবে বলে জানায়। তারপরেই আমরা হাইকোর্টের মামলা করতে বাধ্য হই।”