AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cataract Operation: সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়েই বিপত্তি? তড়িঘড়ি RIO-তে পাঠানো হল ১৬ রোগীকে

Eye Operation: বুধবার এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনরা। তাঁদের দাবি, অপারেশনের পর ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর যখন ব্যান্ডেজ খোলা হয়, তখনই সমস্যার কথা জানিয়েছিলেন রোগীরা। জানিয়েছিলেন চোখে দেখতে সমস্যার কথা।

Cataract Operation: সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়েই বিপত্তি? তড়িঘড়ি RIO-তে পাঠানো হল ১৬ রোগীকে
ছানি অপারেশনে বিপত্তি?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 2:41 PM
Share

কলকাতা: রাজ্যে সরকারি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে বিপত্তি? গত শুক্র ও শনিবার বেশ কয়েকজন রোগীর ছানি অপারেশন হয়েছিল মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু অভিযোগ উঠছে, তাঁদের অনেকেরই অপারেশেনের চোখের পর সমস্যা দেখা দিয়েছে। এমনই দাবি করছেন রোগীর পরিজনরা। জানা যাচ্ছে, তড়িঘড়ি তাঁদের পাঠানো হয়েছে মেডিক্যাল কলেজে। বেশ কয়েকজনকে আবার রিজিওনাল ইনস্টিটিউট অব অবথ্যালমোলজিতে স্থানান্তর করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বুধবার এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিজনরা। তাঁদের দাবি, অপারেশনের পর ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর যখন ব্যান্ডেজ খোলা হয়, তখনই সমস্যার কথা জানিয়েছিলেন রোগীরা। জানিয়েছিলেন চোখে দেখতে সমস্যার কথা। কিন্তু তাঁদের দাবি, সেই সময় হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল, ড্রপ দেওয়ার পর সেই সমস্যা মিটে যাবে। এরপর সোমবার তাঁদের আবার ডাকা হয়। রোগীর পরিজনদের দাবি, যাঁদের ছানি অপারেশন হয়েছিল, অনেকেরই চোখে সমস্যা হচ্ছে অপারেশেনের পর থেকে।

যদিও এই নিয়ে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ‘১৬জন রোগীকে রিজিওনাল ইনস্টিটিউট অব অবথ্যালমোলজিতে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে এটি ঘটল, তা দেখা হচ্ছে।’