Cattle Smuggling Case: নিয়োগ দুর্নীতির সঙ্গেও যোগ গরু পাচার কেসের? এবার মিডলম্যান প্রসন্নর স্ত্রী-আত্মীয়কে তলব

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2022 | 1:41 PM

Cattle Smuggling Case: প্রসন্নকে গ্রেফতারির পরই বেশ কিছু শেল বা ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা।

Cattle Smuggling Case: নিয়োগ দুর্নীতির সঙ্গেও যোগ গরু পাচার কেসের? এবার মিডলম্যান প্রসন্নর স্ত্রী-আত্মীয়কে তলব
প্রসন্ন রায়

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী কাজল সোনি রায় ও এক আত্মীয় সুমিত সিংকে তলব করল সিবিআই। তাঁদের দু’জনকে গরু পাচার মামলায় তলব করা হয়েছে। সিবিআই জেনেছে, ৫০ টি ভুয়ো সংস্থার ডিরেক্টর প্রসন্নর স্ত্রী। প্রসন্নর আত্মীয় সুমিত ওই সমস্ত ভুয়ো সংস্থার অংশীদার। ওই সব সংস্থায় গরু পাচারের টাকা খাটত বলে সিবিআই জানতে পেরেছে। অনুব্রতর বিরুদ্ধে আদালতে যে চার্জশিট পেশ হয়েছে, তাতে রাকেশ সিং নামে এক জনের নাম উল্লেখ রয়েছে। রাকেশের সূত্র ধরেই প্রসন্নর স্ত্রী ও আত্মীয়ের খোঁজ পান তদন্তকারীরা।

প্রসন্নকে গ্রেফতারির পরই বেশ কিছু শেল বা ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে এসএসসি-র টাকা লেনদেন হয়েছে। গরু পাচার মামলার ক্ষেত্রেও এই ধরনের বেশ কয়েকটি শেল কোম্পানি তদন্তকারীদের নজরে রয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, এটাই আসলে প্রসন্নর ব্যবসা। অর্থাৎ শেল কোম্পানির আড়ালে প্রভাবশালীদের কালো টাকা ঘুরিয়ে সাদা পথে বার করা। প্রসন্ন স্ত্রী ও তাঁর সেই আত্মীয়ও এই কাজই করতেন।

রঙের মিস্ত্রি হিসাবে কাজ করতেন প্রসন্ন। কিন্তু গত সাত আট বছরে প্রসন্নর সম্পত্তি ফুলেফেঁপে ওঠে। নিউটাউন, সল্টলেকে একাধিক সম্পত্তি, লাটাগুড়িতে রিসর্ট ছিল প্রসন্নর নামে। বিধাননগরের ছোট্ট একটা অফিস ছিল প্রসন্নের। সেখান থেকেই নাকি চলত চাকরি কেনাবেচা। অন্তত তেমনই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখানেই বসে প্রসন্ন ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা বানাতেন বলে খবর। এই সমস্ত তথ্য তদন্তকারীদের হাতে এসেছে ইতিমধ্যেই। এবার  লেনদেনের বিষয়গুলি খতিয়ে দেখতেই এবার প্রসন্ন স্ত্রী ও আত্মীয়কে ডাকল সিবিআই।