কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। মেনকার রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। এবার মেনকার সেই রক্ষাকবচ খারিজ করা হোক, এই আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, গরু পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গল বেঞ্চ। এবার সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ ইডি। ডিসেম্বর ২৪ তারিখেই মেনকার ‘রক্ষাকবচ’ খারিজ ও তাঁকে কলকাতায় জেরা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খারিজের দাবি তুলে আদালতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ইডি-র আইনজীবীরা। হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়। তবে ইডি-র আবেদনে হস্তক্ষেপ করতে নারাজ ছিল ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগেই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ইডিকে নির্দেশ দিয়েছিল, মেনকা গম্ভীরকে যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে মূলত দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। তাতেই গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপের ক্ষেত্রে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।