Baguiati CBI Raid: বাগুইআটিতে এবার কাপড় ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা
Baguiati CBI Raid: সেই মোতাবেক সোমবার সকালেই দীপঙ্কর হীরার জগতপুরের বাড়িতে সিবিআই-এর পাঁচ সদস্যের তদন্তকারি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।
কলকাতা: এবার বাগুইআটিতে হানা সিবিআই-এর। চিটফান্ড মামলার তদন্তে এবার বাগুইআটির এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। দীপঙ্কর হীরা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে অতর্কিতে সিবিআই হানা। বেসরকারি অর্থলগ্নি সংস্থা মামলায় রাজু শাহানিকে জিজ্ঞাসাবাদ করে দীপঙ্কর হীরার নাম উঠে আসে। সেই মোতাবেক সোমবার সকালেই দীপঙ্কর হীরার জগতপুরের বাড়িতে সিবিআই-এর পাঁচ সদস্যের তদন্তকারি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। পেশায় কাপড় ব্যবসায়ী হলেও বেসরকারি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। রাজু সাহানির কাছ থেকে যে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেটিও এই ব্যবসায়ীর থেকেই গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
ঝা চকচকে নবনির্মিত একটি বাড়ি। কেতাদুরস্ত সেই বাড়ির পরতে পরতে আভিজাত্যের ছাপ। পাঁচ তলা বাড়িতেই রয়েছে শাড়ির গোডাউন। রয়েছে অফিস ঘর। সেই বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত বাড়ি থেকে কী উদ্ধার হয়েছে, তা জানাননি তদন্তকারীরা। চিটফান্ড দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে রয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। রবিবার দিনভর দফায় দফায় তল্লাশি চালায় সিবিআই। সুবোধ অধিকারীর বাড়ি, দক্ষিণদাঁড়ি, পাইকপাড়ার ফ্ল্যাটে তল্লাশির পর সুবোধ অধিকারীর আপ্তসহায়ক ও দুই নিরাপত্তারক্ষীকে সিজিও কমপ্লেক্স নিয়ে আসে সিবিআই। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাতে বেরিয়ে যান দুই নিরাপত্তারক্ষী।
রবিবারের পর সোমবার সাত সকাল থেকেই অভিযানে নেমেছে সিবিআই। সিজিও থেকে বেরিয়ে সোজা রানিকুঠি। পাঁচটি গাড়ির কনভয় নিয়ে রানিকুঠির একটি আবাসনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এই তদন্ত চলছে। ১৮৪ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ ওঠে একটি ফার্মের বিরুদ্ধে। ওই ফার্মের সূত্র ধরেই ব্যবসায়ী রামপ্রসাদ আগরওয়ালের বাড়িতে সিবিআই টিমের অভিযান।