Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Price: কলকাতায় হু হু করে কমছে মুরগির মাংসের দাম, ডিমের ঘাটতি বাড়াচ্ছে উদ্বেগ

Chicken Price: অন্ধ্রপ্রদেশ সরকার সতর্ক করেছে যে, আপাতত কয়েকদিন মুরগির মাংস না খাওয়াই ভাল। তারপরই দাম ব্যাপকহারে কমছে।

Chicken Price: কলকাতায় হু হু করে কমছে মুরগির মাংসের দাম, ডিমের ঘাটতি বাড়াচ্ছে উদ্বেগ
Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 5:04 PM

কলকাতা: শহরে আচমকা কমে যাচ্ছে মুরগীর মাংসের দাম। রাজ্যের একাধিক জায়গায় দাম কমেছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, বাজারে আপাতত ডিমের জোগান কমে যাবে বলেও মনে করা হচ্ছে। ডিম আর মিলবে কি না, তা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।

আসলে বার্ড ফ্লু নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। মূলত অন্ধ্রপ্রদেশের পোলট্রি ফার্মে একের পর এক মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার জেরেই আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য শহরে। বাংলাতেও পৌঁছেছে সেই আঁচ। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে তেলেঙ্গনা। বন্ধ করে দিয়েছে ডিম আমদানিও। তারপরই বাংলায় মাংসের দাম কমতে শুরু করেছে বাংলায়।

অন্ধ্রপ্রদেশ সরকার সতর্ক করেছে যে, আপাতত কয়েকদিন মুরগির মাংস না খাওয়াই ভাল। তারপরই দাম ব্যাপকহারে কমছে। মূলত অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় বার্ড ফ্লু-তে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে। কিছু এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। পোলট্রি মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

এমন খবরও সামনে এসেছে যে, মৃত মুরগিগুলি পুকুরের মাছকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। ওই মাছ খেয়েও অসুস্থ হয়ে পড়তে পারেন মানুষজন!  ফলে আতঙ্ক আরও বেড়েছে।