দ্রুত ERO-AERO নিয়োগ করুন, SIR আবহে রাজ্যকে চিঠি CEO-র
Chief Electoral Officer: জানা গিয়েছে, এখনও পর্যন্ত ERO পদে ১৫ থেকে ১৬টি জায়গায় নিয়োগ বাকি রয়েছে। আর AERO পদগুলিতে প্রায় ৫০০টিরও বেশি নিয়োগ বাকি রয়েছে। সেই পদগুলিতে দ্রুত নিয়োগ করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে এদিন চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

কলকাতা: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু, এই নিয়ে প্রস্তুত থাকতে রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসে বার্তা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। দ্রুত ইআরও এবং এইআরও নিয়োগের জন্য পদক্ষেপের অনুরোধ করলেন চিঠিতে।
বিধানসভা ভিত্তিক ERO এবং AERO নিয়োগ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন বারবার বলছে। সম্প্রতি ফের CEO অফিসে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইআরও, এইআরও-সহ শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ অগস্ট বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ERO পদে ১৫ থেকে ১৬টি জায়গায় নিয়োগ বাকি রয়েছে। আর AERO পদগুলিতে প্রায় ৫০০টিরও বেশি নিয়োগ বাকি রয়েছে। সেই পদগুলিতে দ্রুত নিয়োগ করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে এদিন চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
বিহারে SIR হওয়ার পরই বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা শুরু হয়। কমিশন সূত্রে খবর, দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের পাঁচ রাজ্যে আগে শুরু হবে এসআইআর। আর সেই তালিকায় আছে বাংলা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেই আগে এসআইআর হবে। ২০২৬-এ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরী, অসম ও পশ্চিমবঙ্গ। সুতরাং বাংলার এসআইআর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই আবহে ERO ও AERO নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিলেন CEO। এখন দেখার রাজ্য কী পদক্ষেপ করে।
