Firhad Hakim: এবার নতুন দায়িত্বে ফিরহাদ, তৃণমূলের সংখ্যালঘু সেলের বিশেষ পদে ববি

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Jan 29, 2024 | 4:41 PM

Firhad Hakim: লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ সংখ্যালঘু ভোট। সেই ভোটের আগেই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রকে। এছাড়া কমিটিতে আনা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, সাবিনা ইয়াসমিনদেরও।

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। জোর কদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। শুধু মূল সংগঠনই হয়, শাখা সংগঠনগুলিতেও আলাদা করে নজর দিচ্ছে তৃণমূল। এবার ঢেলে সাজানো হল তৃণমূলের সংখ্যালঘু সেল। রাজ্য কমিটিতে চিফ অফিসিয়াল ইনভাইটি মেম্বার করা হল ফিরহাদ হাকিমকে।

লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ সংখ্যালঘু ভোট। সেই ভোটের আগেই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রকে। এছাড়া কমিটিতে আনা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, সাবিনা ইয়াসমিনদেরও।

বঙ্গ রাজনীতিতে যে সমস্ত বিষয় নির্বাচনী ফ্যাক্টর তারমধ্যে সংখ্যালঘু ভোট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর জেলায় জেলায় তৃণমূলের এই সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ মুখ যাঁরা, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাবিনা ইয়াসমিন, আখতারুজ্জামান সকলেই জেলাস্তরে বা রাজ্যস্তরে নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁদেরও বিশেষ আমন্ত্রিত সদস্য করা হল, সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সঙ্গে যুক্ত করা হল।

কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। জোর কদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। শুধু মূল সংগঠনই হয়, শাখা সংগঠনগুলিতেও আলাদা করে নজর দিচ্ছে তৃণমূল। এবার ঢেলে সাজানো হল তৃণমূলের সংখ্যালঘু সেল। রাজ্য কমিটিতে চিফ অফিসিয়াল ইনভাইটি মেম্বার করা হল ফিরহাদ হাকিমকে।

লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ সংখ্যালঘু ভোট। সেই ভোটের আগেই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রকে। এছাড়া কমিটিতে আনা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, সাবিনা ইয়াসমিনদেরও।

বঙ্গ রাজনীতিতে যে সমস্ত বিষয় নির্বাচনী ফ্যাক্টর তারমধ্যে সংখ্যালঘু ভোট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর জেলায় জেলায় তৃণমূলের এই সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ মুখ যাঁরা, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাবিনা ইয়াসমিন, আখতারুজ্জামান সকলেই জেলাস্তরে বা রাজ্যস্তরে নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁদেরও বিশেষ আমন্ত্রিত সদস্য করা হল, সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সঙ্গে যুক্ত করা হল।

Next Article