Chief Secretary: প্রধানমন্ত্রীর কোর্টে বল, আজই কি শেষ হয়ে যাবে মুখ্যসচিব গোপালিকার মেয়াদ?

Chief Secretary: শনিবারের মধ্যে যদি তাঁর এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির অনুমোদন না আসে তাহলে পরবর্তী মুখ্যসচিব কে হবেন? তা নিয়েও জোর জল্পনা চলছে নবান্নে।

Chief Secretary: প্রধানমন্ত্রীর কোর্টে বল, আজই কি শেষ হয়ে যাবে মুখ্যসচিব গোপালিকার মেয়াদ?
বি পি গোপালিকাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 11:55 AM

কলকাতা: আবারও কি তিন মাসের জন্য বি পি গোপালিকার মুখ্যসচিব পদের মেয়াদ বৃদ্ধি হবে? গত কয়েকদিন ধরেই নবান্নে জোর আলোচনা চলছে এই বিষয়ে। সূত্রের খবর, তাঁর মেয়াদ বৃদ্ধির ফাইল ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী দফতর বা পিএমও – তে অনুমোদনের জন্য আটকে রয়েছে সেটি।

হিসেব মতো আজ, শনিবারই মুখ্যসচিব গোপালিকার এক্সটেনশনের (বর্ধিত) মেয়াদ শেষ হচ্ছে। গত তিন মাস ধরে তিনি এক্সটেনশনে আছেন। অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কাজ করছেন তিনি। লোকসভা নির্বাচনের মাঝেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে অতিরিক্ত তিন মাস মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়।

শনিবারের মধ্যে যদি তাঁর এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির অনুমোদন না আসে তাহলে পরবর্তী মুখ্যসচিব কে হবেন? তা নিয়েও জোর জল্পনা চলছে নবান্নে। মুখ্যসচিবের দৌড়ে আইএএস বিবেক কুমার এবং মনোজ পন্থের নাম শোনা গেলেও, গতকাল অর্থাৎ শুক্রবার অর্থ সচিব পদ থেকে সরিয়ে মনোজ পন্থকে সেচ দফতরে পাঠানো হয়েছে। সেচ দফতরের অফিস অন্যত্র। অনেকে মনোজ পন্থকে নবান্নের বাইরে পাঠিয়ে দেওয়ায় একটু অবাকই হয়েছেন। এখন দেখার বিষয়, আজ শেষ দিনে বি পি গোপালিকা আরও তিন মাসের জন্য মুখ্যসচিব পদে থাকার অনুমোদন পান কি না।

হরিকৃষ্ণ দ্বিবেদী যখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন, সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালিকা। সেই গুরুত্বপূর্ণ পদের অভিজ্ঞতা থাকা গোপালিকাকেই রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে বেছে নেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসেই দায়িত্ব নেন তিনি।