AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly Monsoon Session: বেসরকারি হাসপাতালের ‘অতিরিক্ত’ বিলে লাগাম টানতে বড় পদক্ষেপ রাজ্যের, বাদল অধিবেশনেই পেশ হবে সংশোধনী বিল

Assembly Monsoon Session: রাজ্য প্রশাসনের বক্তব্য, বহু ক্ষেত্রে দেখা যায়, রোগীর পরিবারকে ভর্তির সময় যে প্যাকেজের কথা বলা হয়, চিকিৎসা শেষে বেশি বিল ধরা হয়। অতিরিক্ত অর্থ আনুষঙ্গিক খরচ বলে দেখানো হয়। এমন বন্দোবস্ত প্রতিরোধে এই সংশোধনী বলে প্রশাসন সূত্রে খবর। এই সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

Assembly Monsoon Session: বেসরকারি হাসপাতালের 'অতিরিক্ত' বিলে লাগাম টানতে বড় পদক্ষেপ রাজ্যের, বাদল অধিবেশনেই পেশ হবে সংশোধনী বিল
পশ্চিমবঙ্গ বিধানসভা (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 4:00 AM
Share

কলকাতা: ভর্তির সময় খরচের কথা একরকম জানানো হয়। আর চিকিৎসা শেষে তার চেয়ে অনেক বেশি বিল ধরানো হয়। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে প্রায়ই এমন অভিযোগ উঠে। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি যাতে নির্দিষ্ট প্যাকেজের চেয়ে বেশি বিল না নিতে পারে, তার জন্য এবার পদক্ষেপ করছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালের বিলে স্বচ্ছতার জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে সংশোধনী আনতে চলছে রাজ্য। বিধানসভার চলতি বাদল অধিবেশনেই সংশোধিত বিল আনা হবে বলে জানা গিয়েছে।

রাজ্য প্রশাসনের বক্তব্য, বহু ক্ষেত্রে দেখা যায়, রোগীর পরিবারকে ভর্তির সময় যে প্যাকেজের কথা বলা হয়, চিকিৎসা শেষে বেশি বিল ধরা হয়। অতিরিক্ত অর্থ আনুষঙ্গিক খরচ বলে দেখানো হয়। এমন বন্দোবস্ত প্রতিরোধে এই সংশোধনী বলে প্রশাসন সূত্রে খবর। এই সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে বিলে স্বচ্ছতা বজায় রাখতেই এই সংশোধনী আনছে সরকার। জানা গিয়েছে, সংশোধনী বিলে উল্লেখ থাকবে, রোগীর পরিবারকে যে প্যাকেজের কথা বলা হবে, সেটাই নিতে হবে। চিকিৎসা চলাকালীন প্যাকেজ ছাড়িয়ে গেলে রোগীর পরিবারকে তা জানাতে হবে এবং তাদের লিখিত সম্মতি নিতে হবে। অতিরিক্ত খরচের বিশদ খতিয়ান ও যুক্তিসহ ব্যাখ্যা দিতে হবে। সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হবে।

ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত থাকা হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার-সকলেই এই নতুন আইনের আওতায় আসবে। আইন না মানলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন।