CM Mamata Banerjee: বাংলার ১২ লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকল ৬০ হাজার টাকা

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2024 | 8:40 PM

Mamata Banerjee: মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে সেই টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, "সবার নজরদারিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৮ লক্ষ যোগ‍্য আছেন। এদের মধ‍্যে ১২ লক্ষ লোক প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন। বাকি ১৬ লক্ষ থাকবেন। টাকা সরাসরি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ষাট হাজার করে দুবার টাকা দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা পড়বে।"

CM Mamata Banerjee: বাংলার ১২ লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকল ৬০ হাজার টাকা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

Follow Us

আবাস যোজনার  টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছিল সেই সার্ভে। মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন।

এক নজরে আপডেট (সর্বশেষ তথ্য় উপরে)

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা কথা দিয়েছি। তাই ১২ লাখকে আমরা দেব। ২১ টা জেলা থেকে দু জন করে এসেছেন । ৪২ জনকে অনুমোদন পত্র তুলে দেব এখানে। আজ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হল
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে। প্রাপ্য টাকা দিচ্ছে না।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: ২০২২ সালে হাউস টু হাউস সার্ভে করেছিল ওরা। আমরাও করেছিলাম। তাতে ৩৩ লক্ষ ৪২ হাজারের লিস্ট তৈরি করে। কিন্তু উপভোক্তারা টাকা পায়নি। প্রথম পর্যায়ে ১১ লাখ বাড়ির অনুমোদন দিয়েছিল। কিন্তু টাকা দেয়নি। ১০০ দিন, ঐক‍্যশ্রী, ওবিসি, গ্রামীণ রাস্তার টাকা পাইনি। সব বন্ধ। আমরা এরপরও থেমে নেই। পথশ্রী প্রকল্প করেছি। ১০০ দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। যেখানে যাঁরা কাজ করত, সংসার চালাত, তাঁরা যাতে পঞ্চাশ দিনের টাকা পায় তার বেশি হলেও আপত্তি নেই। এছাড়াও ঐক‍্যশ্রী, মেধাশ্রীর স্কলারশিপ টাকা দিচ্ছি। এই সব মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: কেন্দ্র না দিলে বাকি ১৬ লাখকে ২০২৬ র মধ্যে আমরা দিয়ে দেব। ২০২৫-এর মে জুনের মধ্যে ৮ লাখ, ডিসেম্বরের মধ‍্যে ৮ লাখ পেয়ে যাবেন। এই তিন বছরে ৬৯ টি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু তারপরও টাকা দেয়নি। লাভ হয়নি।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: সবার নজরদারিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৮ লক্ষ যোগ‍্য আছেন। এদের মধ‍্যে ১২ লক্ষ লোক প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন। বাকি ১৬ লক্ষ থাকবেন। টাকা সরাসরি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ষাট হাজার করে দুবার টাকা দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা পড়বে ।
  6. মমতা বন্দ্যোপাধ্যায়: কুয়াশা হলে ফগ লাইটের ব্যবস্থা করতে হবে। কারণ এবারে ঠান্ডা পড়ছে।
  7. মমতা বন্দ্যোপাধ্যায়: ৯ জানুয়ারি থেকে ১৭ পর্যন্ত সকলের জন্য ৫ লাখ টাকা বিমা
  8. মমতা বন্দ্যোপাধ্যায়: চিকিৎসার জন‍্য ৩৫০ টি শয্যা থাকবে আশপাশের হাসপাতালে। ৫ টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে ১৩০ টি শয্যা ,আইসিইউ থাকবে।
  9. মমতা বন্দ্যোপাধ্যায়: ১২ হাজারেরও বেশি পুলিশ এই কারণে রাখা হবে নদীতেও পেট্রোলিং করা হবে। নেভি, কোস্টাল গার্ড থেকে শুরু করে এসবি, আইবি কে নজরদারি রাখতে হবে।
  10. মমতা বন্দ্যোপাধ্যায়: ১১ থেকে ১৩ মেগা সাগর আরতি হবে। যারা যাবে কিউ আর কোড ব‍্যান্ডের ব‍্যবস্থা করা হবে। অরুপ বিশ্বাসের নেতৃত্বে স্নেহাশিস চক্রবর্তী, বঙ্কিম হাজরা, শুভাশিস চক্রবর্তী, পুলক রায়কে সাগরে থাকতে হবে। গঙ্গাসাগরের সময় কোনও রাজনৈতিক অনুষ্ঠান যেন না থাকে। লাখ লাখ পুণ‍্যার্থী আসে। তাদের কোনও যেন কোনও অসুবিধা হয

Next Article