AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: এভারেস্ট জয়েও বামেদের থেকে এগিয়ে তৃণমূল সরকার, পরিসংখ্যান তুলে বোঝালেন মমতা

Mamata Banerjee: বক্তব্য রাখার সময় বাংলার খেলোয়াড়দের ভূয়সি প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। একইসঙ্গে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে কীভাবে বাংলার ক্রীড়া ক্ষেত্রের পাশে দাঁড়িয়েছে সে কথাও শোনালেন মমতা। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলা থেকে এখনও পর্যন্ত ২১ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন।

Mamata Banerjee: এভারেস্ট জয়েও বামেদের থেকে এগিয়ে তৃণমূল সরকার, পরিসংখ্যান তুলে বোঝালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook and Pixabay
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 6:12 PM
Share

কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তের বাছাই করা ৩২২ জন খেলোয়াড়কে বিশেষ সম্মাননা দিল রাজ্য সরকার। কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের সম্মানিত করেন। সেখানে বক্তব্য রাখার সময় বাংলার খেলোয়াড়দের ভূয়সি প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। একইসঙ্গে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে কীভাবে বাংলার ক্রীড়া ক্ষেত্রের পাশে দাঁড়িয়েছে সে কথাও শোনালেন মমতা। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, বাংলা থেকে এখনও পর্যন্ত ২১ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। কিন্তু ২০১১ সাল পর্যন্ত বাংলা থেকে এই সংখ্যাটা ছিল মাত্র চারজন। অর্থাৎ বুঝিয়ে দিতে চাইলেন, এভারেস্ট জয়ীর সংখ্যাও তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে গত বারো বছরে সংখ্যাটা কী হারে বেড়েছে।

মুখ্যমন্ত্রী এদিন ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় জানালেন, পর্বতারোহীদের জন্য কী কী ব্যবস্থা করেছে তাঁর সরকার। বললেন, ‘এভারেস্টজয়ী পর্বতারোহীদের জন্য চালু করা হয়েছে রাধানাথ শিকদার – তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। মহিলা পর্বতারোহীদের জন্য চালু করা হয়েছে ছন্দা গায়েন সাহসিকতা পুরষ্কার।’ সেই সময়ই বাংলার থেকে এভারেস্টজয়ীদের সংখ্যা জানালেন মমতা। বাংলার ২১ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। একইসঙ্গে বললেন, ‘অথচ স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত সংখ্যাটা ছিল মাত্র চারজন। আমাদের মাত্র ১২ বছরে সংখ্যাটা ২১ জন হয়েছে।’

বাংলার ক্রীড়াবিদদের পাশে যে রাজ্য সরকার সবসময় রয়েছে, আজ ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় সেটাই বার বার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসল জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ-সহ বিভিন্ন টুর্নামেন্টের কথা। যেখান থেকে জয়ী ও রানার্সদের পুলিশের চাকরির ব্যবস্থা করে রাজ্য সরকার।