Mamata Banerjee’s book: মমতার বই নিয়ে তৈরি হল আস্ত লাইব্রেরি, সরস্বতী পুজোয় এখান থেকে একবার ঢুঁ মেরে আসুন
Kolkata: এই গ্রন্থাগারের সূচনার পর মীনাক্ষী অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের লাইব্রেরি করার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, মমতাকে নিশানা করে যত বেশি করে বিরোধীরা কুৎসা করবে, তত বেশি করে তাঁর লেখা তাঁর গান ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে।

সুদীপ্ত কংস বণিকের রিপোর্ট
কলকাতা: রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। সারাদিক কাটে ব্যস্ততার মধ্যে। এ প্রান্ত থেকে ও প্রান্ত যেমন ছুটে বেড়ান, তেমনই কাজের জন্য কখনও-কখনও পৌঁছতে হয় রাজ্যের বাইরেও। কিন্তু এই সবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন নিজের ‘প্যাশন’। ছবি আঁকেন, নিমেষেই লিখে ফেলেন গান -কবিতা ও গল্প এই ব্যস্ততার মধ্যেই। নয়-নয় করে অসংখ্য বই লিখেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই বই বিনামূল্যে পড়তে পারবেন আপনিও। মমতার সৃষ্টি এবার চাক্ষুস করতে পারবেন সকলে।
শ্যামবাজার এলাকায় অর্থাৎ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের সরস্বতী পুজোর থিম হল গ্রন্থাগার। শুধু গ্রন্থাগার বলা ভুল,মুক্ত গ্রন্থাগার। নাম ‘মমতাময় লাইব্রেরি’। এরই সূচনা হল এদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ২০০ টি বই সাধারণের জন্য রাখা থাকবে এই মুক্ত গ্রন্থাগারে। পুজোর পরেও চালু থাকবে মমতাময় লাইব্রেরি।
এই গ্রন্থাগারের সূচনার পর মীনাক্ষী অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের লাইব্রেরি করার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, মমতাকে নিশানা করে যত বেশি করে বিরোধীরা কুৎসা করবে, তত বেশি করে তাঁর লেখা তাঁর গান ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে। মীনাক্ষী বলেন, “২০২৬ আমাদের সংযোজন মমতাময় লাইব্রেরী। ছোটদের বই, নতুন প্রজন্মের বই, ভালবাসার বই, প্রতিবাদের বই সব রয়েছে। মমতাময় লাইব্রেরী একটা আবেগ। সারা বছর এই লাইব্রেরী আপনাদের জন্য খোলা থাকল। আমরা আশা করব সব জায়গায় এই লাইব্রেরী তৈরি হোক।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনের আগে জনসংযোগের চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
