কলকাতা: গত বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই সামনে আসে কয়লা কেলেঙ্কারি। বেআইনিভাবে কয়লা পাচারের তদন্তে নেমে একের পর এক প্রভাবশালীর নাম জানতে পারেন গোয়েন্দারা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকের নাম সামনে আসে। সম্প্রতি সেই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ইসিএলের সাত কর্তাকে গ্রেফতার করা হয়েছে। আর তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কয়লা কেলেঙ্কারির মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার কাছ থেকে নিয়মিত মোটা টাকা পেতেন এই ইসিএল কর্তারা। সেই টাকায় গাড়ি, বাড়ি, গয়নাও করে ফেলেছেন তাঁরা।
সংস্থার প্রাক্তন ও বর্তমান মোট সাত কর্তাকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। বর্তমানে তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রতি মাসে লালার কাছ থেকে টাকা পেতেন ওই আধিকারিকরা। বছরে প্রায় কয়েক কোটি টাকা পেতেন তাঁরা। সেই টাকা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতেন না তাঁরা। সিবিআই জানতে পেরেছে ইসিএলের অফিসাররা ওই টাকা দিয়ে সাধারণত সম্পত্তি বাড়াতেন। কেউ কিনতেন বাড়ি, কেউ সোনা, কেউ জমি। সেই টাকা খরচ করার প্রমাণ এসেছে সিবিআই-এর হাতে।
আরও জানা গিয়েছে, পদ অনুযায়ী টাকা দেওয়া হত আধিকারিকদের। জেনারেল ম্যানেজারদের দর ছিল সবথেকে বেশি। বছরে ৭- ৮ কোটি টাকা পর্যন্ত পেতেন তাঁরা। সেই টাকার বদলে কয়লা পাচারকারীদের কিছু সুবিধা পাইয়ে দিতেন। গোয়েন্দারা জানতে পেরেছে, ইসিএল যে সব জায়গা থেকে কয়লা খনন করত না, সেখানেও ছিল লালার লোকজনের আনাগোনা। এমন অনেক জমি আছে, যার তলায় কয়লা আছে, কিন্তু, সেখান থেকে উত্তোলনের বিধি- নিষেধ রয়েছে। সে সব জায়গা থেকে কয়লা উত্তোলন করে না ইসিএল। কর্তাদের টাকা দিয়ে ওই জমি থেকেও নাকি কয়লা তুলতেন লালার লোকজন।
মূলত আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ বিভিন্ন জায়গায় খনি থেকে কয়লা তুলে পাচার করা হত। ইসিএল কর্তারা যে টাকা নিয়েছিলেন, এখন সেই টাকা কোথায় রাখা আছে, সে সব তথ্য জানতে চায় সিবিআই। ইসিএল আধিকারিকদের অফিস ও বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।