SSC: নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি সময়ের প্রয়োজন, সুপ্রিম কোর্টে আর্জি জানাতে চলেছে কমিশন
SSC: নিউটাউনে নিজের বউ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "৩১ ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে, তাই হয়তো কমিশন বাড়তি সময় চাইবে। কতদিন সময় চাইবে, সেটা নিয়ে এসএসসি-র সঙ্গে আমার বৈঠক হয়েছে।" তাঁর কথায়, এসএসসি-র কাছে স্বচ্ছতা ও মেধাই একমাত্র লক্ষ্য।

কলকাতা: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বাড়তি সময় চায় এসএসসি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন নিয়োগে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। কিন্তু এখনও পর্যন্ত একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়াই শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ ডিসেম্বর পর্যন্তই বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই মেয়াদ বাড়ানোর আবেদনও সুপ্রিম কোর্টে করবে মধ্যশিক্ষা পর্ষদ।
নিউটাউনে নিজের বউ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে, তাই হয়তো কমিশন বাড়তি সময় চাইবে। কতদিন সময় চাইবে, সেটা নিয়ে এসএসসি-র সঙ্গে আমার বৈঠক হয়েছে।” তাঁর কথায়, এসএসসি-র কাছে স্বচ্ছতা ও মেধাই একমাত্র লক্ষ্য।
শিক্ষা দফতর সূত্রে খবর, এসএসসি নবম-দশম শ্রেণীর নিয়োগের জন্য অতিরিক্ত সময় চাইছে তিন মাস৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ১৫ দিন অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে। নভেম্বর মাসেই শেষ হয়েছে বাংলা ও ইংরাজির ইন্টারভিউ। কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের ইন্টারভিউ প্রক্রিয়া এখন চলছে।
এদিকে, শুক্রবারই এসএসসি-র তরফে প্রকাশ করা হয়েছে নবম দশমের ফল। প্রায় ৪০ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এসএসসি। ইংরেজিতে ডাক পেয়েছেন আন্দোলনের নেতা চিন্ময় মন্ডল। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর।
