Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: বৃহস্পতিবার রাতেই অবস্থার অবনতি! কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়?

Partha Chatterjee: শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার এসএসকেএমে ভর্তি করা হয়েছিল পার্থকে। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। কিন্তু, ভর্তি ২৪ ঘণ্টার মধ্যে কিছুটা সুস্থও বোধ করতে থাকেন তিনি। সেই সময় এমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

Partha Chatterjee: বৃহস্পতিবার রাতেই অবস্থার অবনতি! কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়?
পার্থ চট্টোপাধ্যায় Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2025 | 5:41 PM

কলকাতা: এক‌ই রকম রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হলেও বৃহস্পতিবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়কে কার্ডিওলজি আইসিইউয়ে স্থানান্তর করা হয়। তাঁর দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পায়ের ফোলা ভাব কমলেও ক্রিয়েটিনিনের মাত্রা এখন‌ও নিযন্ত্রণে আসেনি। 

সূত্রের খবর, বুকের এক্স-রে করানোর পর HRCT, পায়ে রক্তপ্রবাহ স্বাভাবিক কি না বুঝতে ডপলার টেস্ট, ইউএসজি এবং হার্ট বিট অনিয়মিত কি না তা দেখতে হল্টার মনিটর করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। বর্তমানে ন্যাজাল ক্যানুলার মাধ্যম স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। 

শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার এসএসকেএমে ভর্তি করা হয়েছিল পার্থকে। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা। কিন্তু, ভর্তি ২৪ ঘণ্টার মধ্যে কিছুটা সুস্থও বোধ করতে থাকেন তিনি। সেই সময় এমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কিন্তু, তারপর থেকেই ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তো পার্থর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে ৬ নেমে যায়। ক্রিয়েটিনিন ২.৮। পা ফুলে গিয়েছিল, পালস রেট অনিয়মিত ছিল বলে জানা যায়।