Covid-19 Bulletin : পাঁচশোর নিচেই রইল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৫ জন
Covid-19 cases in West Bengal:গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩৬ হাজার ৬৭৬ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
কলকাতা : বেশ কয়েকদিন ধরে পাঁচশোর নিচেই ঘোরাঘুরি করছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা (Covid-19 Cases In West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (Covid-19 Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। তবে মৃতের সংখ্যা ৩ কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। তবে রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৭৬ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য়ের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বুধবার -২, বৃহস্পতিবার -০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
মালদহ– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -১।
মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: বুধবার -২, বৃহস্পতিবার -০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: বুধবার -২, বৃহস্পতিবার -৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার -০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -১।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -১।
হুগলি– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার -২।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৮ জন। মৃত্যু: বুধবার -৩, বৃহস্পতিবার -১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৭ জন। মৃত্যু: বুধবার -১, বৃহস্পতিবার -২।