Kolkata Police: বলপূর্বক আটকে রাখার অভিযোগ! ইডির বিরুদ্ধে থানায় যেতে পারে প্রতীকের পরিবার
I-PAC ED Raid: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় বাহিনী CRPF-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারে শেক্সপিয়ার সরণি থানা। বৃহস্পতিবার সকালে কয়লা-কাণ্ডে I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি, সেই সময় শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতীক জৈনের বাড়ির নীচেই কথা কাটাকাটি হয় কেন্দ্রীয় বাহিনীর।

কলকাতা: মামলা, তারপর পাল্টা মামলার সম্ভাবনা। দিনভর রাজ্য সাক্ষী থাকল এক নজিরবিহীন ঘটনার। রাজ্যের শাসকশিবিরের নির্বাচনী পরামর্শদাতার অফিস ও তাদের সহ-প্রতিষ্ঠাতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযান ঘিরে তুঙ্গে চড়ল পারদ। এবার সেই ইডি অভিযানের বিরোধিতা করে বাড়ছে পাল্টা মামলা দায়ের হওয়ার সম্ভবনা। তাও আবার একটি নয়, দু’টি।
প্রথম, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় বাহিনী CRPF-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারে শেক্সপিয়ার সরণি থানা। বৃহস্পতিবার সকালে কয়লা-কাণ্ডে I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি, সেই সময় শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতীক জৈনের বাড়ির নীচেই কথা কাটাকাটি হয় কেন্দ্রীয় বাহিনীর। মূলত, পুলিশকে আবাসনের মূল গেটের বাইরে যেতে অনুরোধ করে কেন্দ্রীয় বাহিনী। এরপরই দেখা যায় বচসার পরিস্থিতি।
দ্বিতীয় মামলাটি দায়ের হওয়ার সম্ভবনা রয়েছে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে। I-PAC-এর কর্ণধারের পরিবারের অভিযোগ, বলপূর্বক পরিবারের সকল সদস্যকে আটকে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, কোনও রকম নোটিস ছাড়াই তাদের আবাসনে বা ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগ আনা হতে পারে ইডির বিরুদ্ধে।
এই পর্বে আরও একটি সংযোজন ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। সূত্রের খবর, ইডি ও CRPF-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে প্রস্তুত হয়েছে তারাও। যেহেতু I-PAC-এর অফিস সল্টলেক সেক্টর ফাইভের অন্তর্গত, সেই সূত্র ধরেই স্থানীয় থানাকে না-জানিয়ে ইডির অভিযানের বিরোধিতা করে মামলা দায়ের করতে পারে তারাও।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘অতিসক্রিয়তা’কে ইস্যু কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলেছে ইডি। বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় পুলিশ সেখানে তাদের কাজে বাধা দিয়েছে বলেই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এরপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ইডি আধিকারিকরা। দায়ের করেন মামলা। বিচারপতি শুভ্রা ঘোষের অনুমতিতে শুক্রবার রয়েছে শুনানির সম্ভবনা।
