Kolkata: কলকাতায় ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্য সাথীর থেকেও কমে হবে MRI, সি টি স্ক্যান

Kolkata: এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর রেহানা শামিম খান, বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী।

Kolkata: কলকাতায় ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্য সাথীর থেকেও কমে হবে MRI, সি টি স্ক্যান
ফিরহাদ হাকিমImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 5:18 PM

স্বাস্থ্য সাথী প্রকল্পের থেকে প্রায় ৬২ শতাংশ কমে যে কোনও স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন সাধারণ মানুষ। বুধবার খিদিরপুর অঞ্চলের বোরো ৯ অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ডের মানসত্তালা লেনে এই ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের সূচনা হয়ে গেল। সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। সরকারি হাসপাতাল থেকে ও প্রায় অর্ধেক মূল্যে এবার ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। বড় উদ্যোগ কলকাতা পৌরনিগমের। কলকাতা পৌর সংস্থার এই প্রচেষ্টায় খুশি এই অঞ্চলের সাধারণ মানুষ।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর রেহানা শামিম খান, বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী। এই প্রথম ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই, ডিজিটাল এক্সরে, সি টি স্ক্যান এবং ইউ এস জি করা হবে। মাত্র ২২৬ টাকায় সি টি স্ক্যান এবং মাত্র ৯৪০ টাকায় এমআরআই করা যাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 

ফিরহাদ বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথীর নির্ধারিত মূল্যর থেকে ৬২ শতাংশ কম খরচে সাধারণ মানুষ পরিষেবার লাভ তুলতে পারবেন। এই ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত পরীক্ষা করার জন্য যে খরচ হবে সেই মূল্য ইতিমধ্যেই সেন্টারের বাইরের বোর্ডেও দিয়ে দেওয়া হয়েছে। এটাই ভারতের প্রথম  ন্যায্য মূল্যর ডায়াগনস্টিক সেন্টার বলেও দাবি করা হচ্ছে।