CPIM Brigade: ‘আমাদের একটু নেমে খেলতে হবে, যাতে চোরগুলোকে টেনে নামাতে পারি’

CPIM Brigade:যুবকের স্বপ্নভঙ্গ' লেখা বুদ্ধবাবুর কাট আউট নিয়েই লাল মিছিল। রাজপথ আজ শুধু লালে লাল। বিরোধীরা আগেই কটাক্ষ করেছে বামেদের এদিনের ব্রিগেড নিয়ে। তবে ভোটবাক্সে কতটা এর প্রভাব পড়বে তা যদিও বলবে সময়ই। 

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 20, 2025 | 9:33 PM

ছাব্বিশের ভোটের আগে বামেদের ব্রিগেড। সেখানের রং আজ লাল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই আজ বামেদের ব্রিগেড। ‘যুবকের স্বপ্নভঙ্গ’ লেখা বুদ্ধবাবুর কাট আউট নিয়েই লাল মিছিল। রাজপথ আজ শুধু লালে লাল। বিরোধীরা আগেই কটাক্ষ করেছে বামেদের এদিনের ব্রিগেড নিয়ে। তবে ভোটবাক্সে কতটা এর প্রভাব পড়বে তা যদিও বলবে সময়ই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Apr 2025 04:31 PM (IST)

    সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য…

    1. নিয়োগ নেই। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষে দিয়েছে।
    2. আমরা আরজি করের ঘটনা দেখেছি। লক্ষ-লক্ষ মানুষ নামলেন বিচার চেয়ে।
    3. অনেকেই বলেছিলেন এই গরমে দুপুরে লোক কীহবে? কিন্তু দেখা গেল মহিলারা পর্যন্ত আগের দিন রাতে চলে এসেছেন। তাহলে বদল ঘটছে।
    4. দিন পাল্টাচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ। কারও সাহস হবে না লাল ঝান্ডার গায়ে দেবে।
    5. মুর্শিদাবাদে যা হল, রামনবমী ইদ, জুম্মার নামাজ, হনুমান জয়ন্তীতে খালি দেখলাম এ বলে ঠুসে দেব ও বলে ঠুসে। আসলে কেউই কিছু করছে। বিজেপি-তৃণমূলের নেতাদের স্ক্রিপ একজনই লিখেছেন মোহন ভগবত। উনি এসেছিলেন কয়েকদিন আগে এসেছিলেন এখানে। ২০২৬-এর নির্বাচনে বিজেপি-তৃণমূলকে কী করতে হবে বলে দিয়েছেন। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো আছে। উনি এখন মহান সাজতে চাইছে।
    6. যারা ঘৃণার ভাষণ দিচ্ছে কেন পুলিশ মামলা করছে না? নয়ত, আমরা গোটা রাজ্যজুড়ে এফআইআর করব।
    7. চিটফান্ডের টাকা দিয়ে লাল-ঝান্ডা কেনা হয়নি
    8. আমাদের কর্মীদের জন্য কোনও AC ক্যাম্প করতে হয়নি। কোনও খাবারের ব্যবস্থা নেই। মিডিয়া ভাবছিল লোক হবে কি না। কিন্তু হয়েছে। প্রকৃতি আমাদের সহায়।
    9. বন্যা টুডু লড়াইয়ের ময়দান থেকে এসেছেন। আমাদের নেতৃত্ব ফিল্মি দুনিয়া থেকে আসে না।
    10. লাল হটেছে স্লোগান দিয়েছিল। তবে লাল হটেছে, দেশ বাঁচেনি।
    11. যাঁরা বলেছিল সিপিএম শেষ। তাঁদের বলছি, আমরা আছি। আধপেটা খেয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি। আমাদের নীতি-আদর্শ আছে।
    12. আমি ফুটবল পছন্দ করি। একটু নেমে খেলতে হয়। আমাদের একটু নেমে খেলতে হবে। যাতে চোরগুলোকে টেনে নামাতে পারি।
    13. গরিবের লড়াই গরিবকে লড়তে হবে।
    14. মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। এখন ধরে ধরে সবকা বিনাস। ওয়াকফ আইন যে বদলালো, সুপ্রিম কোর্টও আমাদের কথা বলছে। প্রতিটি ধর্মের আলাদা বিশ্বাস আছে। সরকার বলছে তোরা সর। মন্দির-মসজিদে লাভ আছে। আমরা চালাব।
    15. জ্যোতি বসু বলেছিলেন, ধর্ম-রাজনীতিকে মেশাবেন না। মুর্শিদাবাদকে আমরা সংখ্যালঘু নিধন ক্ষেত্র হতে দিতে পারি না।
    16. ব্রিগেড ভরাতে একমাত্র লাল ঝান্ডাই পারে।
  • 20 Apr 2025 04:20 PM (IST)

    বন্যা টুডু কী বললেন?

    1. কমরেড আমরা ভাল নেই। দুটো সরকার চলছে। চোরের সরকার আর ডাকাতের সরকার।
    2. বুনো হাতি গ্রামে ঢুকলে আগুন জ্বালিয়ে তাড়ান তো? লড়াই করতে আমরা পারি। শেষ দেখে ছাড়াব। আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই।
    3.  বামেরাই বলেছিল একশো দিনের কাজ শুরু করতে হবে। ভূমিহীনদের পাট্টা দেওয়া হয়েছিল। সেই
    4. আমরাই দেখিয়েছি পুলিশকে তাড়িয়েছি
    5. সবাই বলছে ব্রিগেডে লোক হয় অথচ ভোট বাক্সে প্রতিফলিত হয় না। ভোট বাক্স আলাদা। মানুষের কাজের রুটি-রুজি আলাদা।
    6. আমরা চুরি করিনি, ডাকাতি করিনি। মাথা উঁচু করে বাঁচব।
    7. আমরা লড়াই করব। বলব টাকা দাও নয়ত কাজ দাও।
    8. চপ বিক্রি করে দু’তোলা-তিনতলা বাড়ি হয়?
    9. ব্রিগেডে শুধু কথা শুনে চলে গেলে হবে না। কাজ করতে হবে। বুথে-বুথে লড়াই করতে হবে। ভয় পেলে হবে না। বুকের পাটা হাতের কবজি শক্ত করতে হবে।
    10. পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আমরা সেই পুলিশকে ভয় পাব?
    11. খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়ব। ছাব্বিশের নির্বাচনে উইকেট ফেলব।
  • 20 Apr 2025 03:53 PM (IST)

    বাম নেতা নিরাপদ সর্দারের বক্তব্য একনজরে

    1. পার্লামেন্টে খালি আলোচনা হয় ওদের সাংসদের কীভাবে মাইনে বাড়ানো হয়। বিধানসভায় গরিবদের জন্য আলোচনা হয় না।
    2. ১৯৭৭-৭৮ সালে জরাজীর্ণ রাজ্য ছিল। এখন স্কুল কত বলুন তো। আসলে আমরা বুঝেছিলাম যেসময় ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই হজম করতে হবে।
    3. আমাদের সময় পিছিয়ে পড়া রাজ্য এক নম্বর ছিল।
    4. গরিবদের জন্য আইন করতে হবে, যাতে তারা সকলে কাজ পান। গরিবদের ঐক্যবদ্ধ করতে হবে।
    5. মমতা বন্দ্যোপাধ্যায় খালি উৎসব করছেন। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই বাংলায়। গ্রাম-বাংলাকে আন্দোলন করতে হবে। বুথে-বুথে আন্দোলন করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার যাতে সকলে পায় তার জন্য আন্দোলন করতে হবে।
    6. লাল ঝাণ্ডার মিছিল লম্বা করুন। লাল ঝাণ্ডার মিছিল লম্বা হলে স্কুল বন্ধ হবে না। লাল ঝাণ্ডাকে শক্ত করুন
  • 20 Apr 2025 03:37 PM (IST)

    বাম নেতা অমল হালদার কী বললেন?

    1. ‘ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল। হে কৃষক পরিবারের সন্তান। তোমার ছেলেমেয়েরা আগামী দিনে কোথায় পড়বে?’
    2. ‘প্রতিটি গ্রামে-গ্রামে মদের দোকান। আপনার ছেলে মদ খেয়ে মাতাল হবে চান?’
    3. ‘রাজ্যে উৎপাদনশীলতা কমছে। বামফ্রন্ট যে বছর চলে যায় সেই বছর আমরা প্রথম ছিলাম।’
    4. ‘চালের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে’
    5. ‘যা পরিস্থিতি এরপর আর খেতে পাব না।’

  • 20 Apr 2025 03:31 PM (IST)

    ব্রিগেডে সবুজের আশ্রয়ে লালেরা!

    অনেকেই বাড়ি থেকে রওনা দিয়েছিলেন একেবারে কাকভোরে। বেলায় হওড়ায় এসে পৌঁছালেও ফেরি বন্ধ থাকায় আবার বেশ খানিকটা বিপাকেও পড়তে হয়। পায়ে হেঁটেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন অনেকে। বিস্তারিত: ‘খুব কষ্ট হচ্ছে, তাই…’ ব্রিগেডে সবুজের আশ্রয়ে লালেরা!

    কী বলছেন বাম কর্মীরা?

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    কলেজের ভোট বন্ধ কেন আছে?: মীনাক্ষী

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    লালবাজারের কাছে কি ‘গুরুত্বহীন’ লাল ব্রিগেড?

    ২০২৩ সালে এসইউসিআই যখন ব্রিগেড কর্মসূচির ডাক দিয়েছিল সেই সময়েও জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারকে মোতায়েন করেছিল ব্রিগেডে দেখভাল করার জন্য। আর সেখানে বামেদের ডাকা ব্রিগেড কর্মসূচিতে মাত্র দু’জন ডিসি! অবাক হচ্ছেন কলকাতা পুলিশেরই অনেক প্রাক্তনীই। বিস্তারিত: লালবাজারের কাছে কি ‘গুরুত্বহীন’ লাল ব্রিগেড? পুলিশি বন্দোবস্তেই উঠছে প্রশ্ন

    ফের শহরে লাল ব্রিগেড

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    হিংসা-বিধ্বস্ত মুর্শিদাবাদ থেকে ব্রিগেডে, কী বলছেন সেখানকার বাম কর্মী-সমর্থকরা?

  • 20 Apr 2025 03:24 PM (IST)

    রাজনীতিতে মানুষের কথা শোনাবে ব্রিগেড: সুজন

  • 20 Apr 2025 03:23 PM (IST)

    ‘আপনারা যে যার মতো সাহায্য করুন…’

    মুর্শিদাবাদের হামলার ঘটনায় খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস, ইজাজ শেখদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ব্রিগেড সমাবেশ থেকে তুলছেন সিপিআইএম। মঞ্চ থেকেই ঘোষণা, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছেন আপনাদের কাছে।আপনারা যে যার মতো সাহায্য করবেন।’

  • 20 Apr 2025 03:20 PM (IST)

    ডিম-ভাত খেয়েই পেট ভরাচ্ছেন বাম-কর্মীরা

    সিপিএম-এর ব্রিগেডে ডিম-ভাত

    তীব্র গরম। শুধু গরম নয়, সঙ্গে ভ্যাপসা গরম। নুন-চিনির জল নিয়েই তাই ব্রিগেডমুখী বাম-কর্মী সমর্থকরা। তবে এই গরমে কী খাওয়া-দাওয়া হচ্ছে সেখানে? কর্মীদের জন্য কী বন্দ্যোবস্ত করেছেন বামেরা?

    বিস্তারিত পড়ুন: CPIM: ভ্যাপসা গরম, ডিম-ভাত খেয়েই পেট ভরাচ্ছেন বাম-কর্মীরা

  • 20 Apr 2025 03:19 PM (IST)

    বুদ্ধহীন প্রথম ব্রিগেড

    ব্রিগেড নিয়ে আবেগপ্রবণ মীরা ভট্টাচার্য

    তিনি নেই। তাঁকে ছাড়া প্রথম ব্রিগেড। নিঝুম হয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়ি। প্রতিবারের মতো এবারও বামেদের ব্রিগেড সমাবেশ হচ্ছে। তবে কিছুটা আলাদা। কারণ, বাম-কর্মী সমর্থকরা মিস করছেন বুদ্ধবাবুকে। গত বছরের অগাস্টে তাঁর প্রয়াণের পর এইবার তিনি ছাড়াই ব্রিগেড হচ্ছে বামেদের।

    বিস্তারিত পড়ুন: CPIM Brigade: ‘প্রতিবছর TV-তে নজর থাকত’, বুদ্ধহীন প্রথম ব্রিগেড, ‘নস্টালজিয়ায়’ ভাসলেন মীরা

     

  • 20 Apr 2025 03:17 PM (IST)

    ব্রিগেডে বক্তা কারা?

    বামেদের এই ব্রিগেডে ‘হাইপ্রোফাইল’ বক্তা বলতে এবার একজনই। তিনি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাকি বক্তরা হলেন, সিটু নেতা অনাদি সাহু, কৃষক সভার অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু।

ছাব্বিশের ভোটের আগে বামেদের ব্রিগেড। সেখানের রং আজ লাল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই আজ বামেদের ব্রিগেড। ‘যুবকের স্বপ্নভঙ্গ’ লেখা বুদ্ধবাবুর কাট আউট নিয়েই লাল মিছিল। রাজপথ আজ শুধু লালে লাল। বিরোধীরা আগেই কটাক্ষ করেছে বামেদের এদিনের ব্রিগেড নিয়ে। তবে ভোটবাক্সে কতটা এর প্রভাব পড়বে তা যদিও বলবে সময়ই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Apr 2025 04:31 PM (IST)

    সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য…

    1. নিয়োগ নেই। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষে দিয়েছে।
    2. আমরা আরজি করের ঘটনা দেখেছি। লক্ষ-লক্ষ মানুষ নামলেন বিচার চেয়ে।
    3. অনেকেই বলেছিলেন এই গরমে দুপুরে লোক কীহবে? কিন্তু দেখা গেল মহিলারা পর্যন্ত আগের দিন রাতে চলে এসেছেন। তাহলে বদল ঘটছে।
    4. দিন পাল্টাচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ। কারও সাহস হবে না লাল ঝান্ডার গায়ে দেবে।
    5. মুর্শিদাবাদে যা হল, রামনবমী ইদ, জুম্মার নামাজ, হনুমান জয়ন্তীতে খালি দেখলাম এ বলে ঠুসে দেব ও বলে ঠুসে। আসলে কেউই কিছু করছে। বিজেপি-তৃণমূলের নেতাদের স্ক্রিপ একজনই লিখেছেন মোহন ভগবত। উনি এসেছিলেন কয়েকদিন আগে এসেছিলেন এখানে। ২০২৬-এর নির্বাচনে বিজেপি-তৃণমূলকে কী করতে হবে বলে দিয়েছেন। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো আছে। উনি এখন মহান সাজতে চাইছে।
    6. যারা ঘৃণার ভাষণ দিচ্ছে কেন পুলিশ মামলা করছে না? নয়ত, আমরা গোটা রাজ্যজুড়ে এফআইআর করব।
    7. চিটফান্ডের টাকা দিয়ে লাল-ঝান্ডা কেনা হয়নি
    8. আমাদের কর্মীদের জন্য কোনও AC ক্যাম্প করতে হয়নি। কোনও খাবারের ব্যবস্থা নেই। মিডিয়া ভাবছিল লোক হবে কি না। কিন্তু হয়েছে। প্রকৃতি আমাদের সহায়।
    9. বন্যা টুডু লড়াইয়ের ময়দান থেকে এসেছেন। আমাদের নেতৃত্ব ফিল্মি দুনিয়া থেকে আসে না।
    10. লাল হটেছে স্লোগান দিয়েছিল। তবে লাল হটেছে, দেশ বাঁচেনি।
    11. যাঁরা বলেছিল সিপিএম শেষ। তাঁদের বলছি, আমরা আছি। আধপেটা খেয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি। আমাদের নীতি-আদর্শ আছে।
    12. আমি ফুটবল পছন্দ করি। একটু নেমে খেলতে হয়। আমাদের একটু নেমে খেলতে হবে। যাতে চোরগুলোকে টেনে নামাতে পারি।
    13. গরিবের লড়াই গরিবকে লড়তে হবে।
    14. মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। এখন ধরে ধরে সবকা বিনাস। ওয়াকফ আইন যে বদলালো, সুপ্রিম কোর্টও আমাদের কথা বলছে। প্রতিটি ধর্মের আলাদা বিশ্বাস আছে। সরকার বলছে তোরা সর। মন্দির-মসজিদে লাভ আছে। আমরা চালাব।
    15. জ্যোতি বসু বলেছিলেন, ধর্ম-রাজনীতিকে মেশাবেন না। মুর্শিদাবাদকে আমরা সংখ্যালঘু নিধন ক্ষেত্র হতে দিতে পারি না।
    16. ব্রিগেড ভরাতে একমাত্র লাল ঝান্ডাই পারে।
  • 20 Apr 2025 04:20 PM (IST)

    বন্যা টুডু কী বললেন?

    1. কমরেড আমরা ভাল নেই। দুটো সরকার চলছে। চোরের সরকার আর ডাকাতের সরকার।
    2. বুনো হাতি গ্রামে ঢুকলে আগুন জ্বালিয়ে তাড়ান তো? লড়াই করতে আমরা পারি। শেষ দেখে ছাড়াব। আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই।
    3.  বামেরাই বলেছিল একশো দিনের কাজ শুরু করতে হবে। ভূমিহীনদের পাট্টা দেওয়া হয়েছিল। সেই
    4. আমরাই দেখিয়েছি পুলিশকে তাড়িয়েছি
    5. সবাই বলছে ব্রিগেডে লোক হয় অথচ ভোট বাক্সে প্রতিফলিত হয় না। ভোট বাক্স আলাদা। মানুষের কাজের রুটি-রুজি আলাদা।
    6. আমরা চুরি করিনি, ডাকাতি করিনি। মাথা উঁচু করে বাঁচব।
    7. আমরা লড়াই করব। বলব টাকা দাও নয়ত কাজ দাও।
    8. চপ বিক্রি করে দু’তোলা-তিনতলা বাড়ি হয়?
    9. ব্রিগেডে শুধু কথা শুনে চলে গেলে হবে না। কাজ করতে হবে। বুথে-বুথে লড়াই করতে হবে। ভয় পেলে হবে না। বুকের পাটা হাতের কবজি শক্ত করতে হবে।
    10. পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আমরা সেই পুলিশকে ভয় পাব?
    11. খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়ব। ছাব্বিশের নির্বাচনে উইকেট ফেলব।
  • 20 Apr 2025 03:53 PM (IST)

    বাম নেতা নিরাপদ সর্দারের বক্তব্য একনজরে

    1. পার্লামেন্টে খালি আলোচনা হয় ওদের সাংসদের কীভাবে মাইনে বাড়ানো হয়। বিধানসভায় গরিবদের জন্য আলোচনা হয় না।
    2. ১৯৭৭-৭৮ সালে জরাজীর্ণ রাজ্য ছিল। এখন স্কুল কত বলুন তো। আসলে আমরা বুঝেছিলাম যেসময় ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই হজম করতে হবে।
    3. আমাদের সময় পিছিয়ে পড়া রাজ্য এক নম্বর ছিল।
    4. গরিবদের জন্য আইন করতে হবে, যাতে তারা সকলে কাজ পান। গরিবদের ঐক্যবদ্ধ করতে হবে।
    5. মমতা বন্দ্যোপাধ্যায় খালি উৎসব করছেন। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই বাংলায়। গ্রাম-বাংলাকে আন্দোলন করতে হবে। বুথে-বুথে আন্দোলন করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার যাতে সকলে পায় তার জন্য আন্দোলন করতে হবে।
    6. লাল ঝাণ্ডার মিছিল লম্বা করুন। লাল ঝাণ্ডার মিছিল লম্বা হলে স্কুল বন্ধ হবে না। লাল ঝাণ্ডাকে শক্ত করুন
  • 20 Apr 2025 03:37 PM (IST)

    বাম নেতা অমল হালদার কী বললেন?

    1. ‘ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল। হে কৃষক পরিবারের সন্তান। তোমার ছেলেমেয়েরা আগামী দিনে কোথায় পড়বে?’
    2. ‘প্রতিটি গ্রামে-গ্রামে মদের দোকান। আপনার ছেলে মদ খেয়ে মাতাল হবে চান?’
    3. ‘রাজ্যে উৎপাদনশীলতা কমছে। বামফ্রন্ট যে বছর চলে যায় সেই বছর আমরা প্রথম ছিলাম।’
    4. ‘চালের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে’
    5. ‘যা পরিস্থিতি এরপর আর খেতে পাব না।’

  • 20 Apr 2025 03:31 PM (IST)

    ব্রিগেডে সবুজের আশ্রয়ে লালেরা!

    অনেকেই বাড়ি থেকে রওনা দিয়েছিলেন একেবারে কাকভোরে। বেলায় হওড়ায় এসে পৌঁছালেও ফেরি বন্ধ থাকায় আবার বেশ খানিকটা বিপাকেও পড়তে হয়। পায়ে হেঁটেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন অনেকে। বিস্তারিত: ‘খুব কষ্ট হচ্ছে, তাই…’ ব্রিগেডে সবুজের আশ্রয়ে লালেরা!

    কী বলছেন বাম কর্মীরা?

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    কলেজের ভোট বন্ধ কেন আছে?: মীনাক্ষী

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    লালবাজারের কাছে কি ‘গুরুত্বহীন’ লাল ব্রিগেড?

    ২০২৩ সালে এসইউসিআই যখন ব্রিগেড কর্মসূচির ডাক দিয়েছিল সেই সময়েও জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারকে মোতায়েন করেছিল ব্রিগেডে দেখভাল করার জন্য। আর সেখানে বামেদের ডাকা ব্রিগেড কর্মসূচিতে মাত্র দু’জন ডিসি! অবাক হচ্ছেন কলকাতা পুলিশেরই অনেক প্রাক্তনীই। বিস্তারিত: লালবাজারের কাছে কি ‘গুরুত্বহীন’ লাল ব্রিগেড? পুলিশি বন্দোবস্তেই উঠছে প্রশ্ন

    ফের শহরে লাল ব্রিগেড

  • 20 Apr 2025 03:25 PM (IST)

    হিংসা-বিধ্বস্ত মুর্শিদাবাদ থেকে ব্রিগেডে, কী বলছেন সেখানকার বাম কর্মী-সমর্থকরা?

  • 20 Apr 2025 03:24 PM (IST)

    রাজনীতিতে মানুষের কথা শোনাবে ব্রিগেড: সুজন

  • 20 Apr 2025 03:23 PM (IST)

    ‘আপনারা যে যার মতো সাহায্য করুন…’

    মুর্শিদাবাদের হামলার ঘটনায় খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস, ইজাজ শেখদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ব্রিগেড সমাবেশ থেকে তুলছেন সিপিআইএম। মঞ্চ থেকেই ঘোষণা, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছেন আপনাদের কাছে।আপনারা যে যার মতো সাহায্য করবেন।’

  • 20 Apr 2025 03:20 PM (IST)

    ডিম-ভাত খেয়েই পেট ভরাচ্ছেন বাম-কর্মীরা

    সিপিএম-এর ব্রিগেডে ডিম-ভাত

    তীব্র গরম। শুধু গরম নয়, সঙ্গে ভ্যাপসা গরম। নুন-চিনির জল নিয়েই তাই ব্রিগেডমুখী বাম-কর্মী সমর্থকরা। তবে এই গরমে কী খাওয়া-দাওয়া হচ্ছে সেখানে? কর্মীদের জন্য কী বন্দ্যোবস্ত করেছেন বামেরা?

    বিস্তারিত পড়ুন: CPIM: ভ্যাপসা গরম, ডিম-ভাত খেয়েই পেট ভরাচ্ছেন বাম-কর্মীরা

  • 20 Apr 2025 03:19 PM (IST)

    বুদ্ধহীন প্রথম ব্রিগেড

    ব্রিগেড নিয়ে আবেগপ্রবণ মীরা ভট্টাচার্য

    তিনি নেই। তাঁকে ছাড়া প্রথম ব্রিগেড। নিঝুম হয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়ি। প্রতিবারের মতো এবারও বামেদের ব্রিগেড সমাবেশ হচ্ছে। তবে কিছুটা আলাদা। কারণ, বাম-কর্মী সমর্থকরা মিস করছেন বুদ্ধবাবুকে। গত বছরের অগাস্টে তাঁর প্রয়াণের পর এইবার তিনি ছাড়াই ব্রিগেড হচ্ছে বামেদের।

    বিস্তারিত পড়ুন: CPIM Brigade: ‘প্রতিবছর TV-তে নজর থাকত’, বুদ্ধহীন প্রথম ব্রিগেড, ‘নস্টালজিয়ায়’ ভাসলেন মীরা

     

  • 20 Apr 2025 03:17 PM (IST)

    ব্রিগেডে বক্তা কারা?

    বামেদের এই ব্রিগেডে ‘হাইপ্রোফাইল’ বক্তা বলতে এবার একজনই। তিনি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাকি বক্তরা হলেন, সিটু নেতা অনাদি সাহু, কৃষক সভার অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু।