Cyclone Mocha: মোখার প্রভাবে ঘণ্টায় ১৪৫ কিমি বেগে ঝড় বাংলাদেশের উপকূলে? ছিটেফোঁটা বরাদ্দ এ পারের জন্য

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2023 | 10:27 AM

Cyclone Mocha Update: আগামিকাল সকালের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোখা। তারপর এগোবে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে।

Cyclone Mocha: মোখার প্রভাবে ঘণ্টায় ১৪৫ কিমি বেগে ঝড় বাংলাদেশের উপকূলে? ছিটেফোঁটা বরাদ্দ এ পারের জন্য
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।

Follow Us

কলকাতা: বঙ্গোপসাগরে মোখার জন্ম। আজ সকালেই অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের কক্সবাজার থেকে ১ হাজার ২১০ কিমি দূরে অবস্থান করছে। আগামিকাল সকালের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোখা। তারপর এগোবে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে। রবিবার দুপুরের আগে কক্সবাজারের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।

আবহবিদরা জানাচ্ছেন, মূলত এই ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে চলে যাবে। এর প্রভাব থাকবে উত্তর বঙ্গোপসাগরের ওপর। তাই উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান-নিকোবরেই যা বৃষ্টি হওয়ার হবে। মৎস্যজীবীদের ১৩ মে পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্দামানের পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ছোট বড় সমস্ত ট্রলারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাংলায় মোখার সরাসরি প্রভাব পড়বে না। উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ-কাল দু’দিনই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Next Article