Sitaram Yechury: কেরালায় চলছে এই রাজ্য কেন বন্ধ?, ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে প্রশ্ন সীতারাম ইয়েচুরির

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2023 | 9:48 AM

The Kerala Story: সিনেমাটির প্রদর্শনী নিয়ে মামলা পৌঁছে গিয়েছে হাইকোর্ট পর্যন্ত। সরকারের বিরোধিতায় নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি।

Sitaram Yechury: কেরালায় চলছে এই রাজ্য কেন বন্ধ?, দ্য কেরালা স্টোরি বিতর্কে প্রশ্ন সীতারাম ইয়েচুরির
সিতারাম ইয়েচুরি, সিপিএমের সাধারণ সম্পাদক (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান হওয়ার পর থেকে জলঘোলার শেষ নেই। সিনেমাটির প্রদর্শনী নিয়ে মামলা পৌঁছে গিয়েছে হাইকোর্ট পর্যন্ত। সরকারের বিরোধিতায় নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি। এবার ‘দ্য কেরালা স্টোরি’-র (The Kerala Story) নিয়ে মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বুধবার দলের দুই সদ্যপ্রয়াত নেতা মদন ঘোষ ও মৃদুল দে-র স্মরণ-সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা। প্রমোদ দাশগুপ্ত ভবনের সভা থেকে তিনি বলেন, “কেরালা স্টোরি তো আমরাই কেরালায় বন্ধ করিনি। কী কারণে এখানে প্রদর্শনী বন্ধ হল জানি না। মানুষ উত্তর দেবে। ব্যান করে কোনও সমস্যার সমাধান হয় না। সুপ্রিম কোর্ট কী বলছে দেখতে হবে।”

প্রসঙ্গত, গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি সিনেমাটি। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। আর সেই বিতর্কের মাঝেই গত ৮ মে রাজ্য সরকারের তরফে ওই সিনেমাটির রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিনেমা (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫৪-র ৬(১) ধারা অনুযায়ী সিনেমাটি নিষিদ্ধ হয়েছে রাজ্যে। রাজ্যের বক্তব্য, সিনেমাটি প্রদর্শিত হলে, তা ‘শান্তিভঙ্গের কারণ হতে পারে’ এবং ‘রাজ্যের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং হিংসা ও অশান্তির ঘটনা এড়াতে’ এটি দরকার ছিল।

Next Article