NIA Investigation: শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় হাফ ডজন এফআইআর NIA-র

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 11, 2023 | 12:46 PM

NIA Investigation: হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর মিছিলে সেই অশান্তির ঘটনায় এনআইএ-কে সব তথ্য দেওয়ার নির্দেশ দেয়।

NIA Investigation: শিবপুর, রিষড়া ও ডালখোলার ঘটনায় হাফ ডজন এফআইআর NIA-র
ফাইল ছবি)

Follow Us

কলকাতা : অশান্তির মামলায় এবার আরও তৎপর কেন্দ্রীয় সংস্থা এনআইএ। রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নেওয়ার প্রক্রিয়া শুরু হল। শিবপুর, রিষড়া ও ডালখোলার অশান্তির মামলায় মোট ৬টি এফআইআর দায়ের করেছে এনআইএ (NIA)। ৬টি মামলার এফআইআর কপি বৃহস্পতিবার কলকাতায় এনআইএ আদালতে জমা পড়বে। এফআইআর জমা দিয়ে এই মামলা সংক্রান্ত সব নথি রাজ্য পুলিশের থেকে এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হবে। একইসঙ্গে এই মামলাগুলিতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে চাইবে এনআইএ।

কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই অশান্তির ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। এরপর হাওড়ার পুলিশ কমিশনার, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ও এডিজি সিআইডি-কে চিঠি দেয় এনআইএ। এছাড়া অশান্তির মামলার তদন্ত কীভাবে এগোবে, তা নিয়েও বৈঠকও করেন এনআইএ-র কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি।

সাধারণত তদন্ত শুরু করার আগে এনআইএ এফআইআরের একটি খসড়া তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠায়। তার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সঙ্কেত মিললেই শুরু হয় তদন্ত। এ ক্ষেত্রে ইতিমধ্যেই সেই এফআইআরের খসড়া পাঠানো হয়েছে বলেও সূত্রের খবর।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর মিছিলে সেই অশান্তির ঘটনায় এনআইএ-কে সব তথ্য দেওয়ার নির্দেশ দেয়। অশান্তির ঘটনার সিসিটিভি ফুটেজ, এফআইআর- সব তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে ২ সপ্তাহের মধ্যেই তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Next Article