Chief Justice T. S. Sivagnanam: ‘সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টার ত্রুটি রাখব না’, শপথ নিয়ে বললেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2023 | 12:39 PM

Justice T. S. Sivagnanam: আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি আসনে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেয়র ববি হাকিমকে।

Chief Justice T. S. Sivagnanam: সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টার ত্রুটি রাখব না, শপথ নিয়ে বললেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম
প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)। আজ সকাল ১১টা নাগাদ অনুষ্ঠানটি শুরু হয় । রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)  শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতিকে। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (C M Mamata Banerjee),  কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও যোগ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসিট্যান্ট সলিসিটর জেনারেল ও বার অ্যাস্যোসিয়েশনের সদস্যরা। রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক ও প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও পূর্বতন অ্যাডভোকেট জেনারেলদের একাংশ উপস্থিত রয়েছেন এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি আসনে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেয়র ববি হাকিমকে।

(নিজস্ব চিত্র)

শপথ গ্রহণ চলাকালীন প্রধান বিচারপতি বলেন, “কলকাতার প্রধান বিচারপতি হয়ে গর্বিত। এই শহর সংস্কৃতির প্রাণকেন্দ্র। রবীন্দ্রনাথ, সুভাষ বোসের জন্মভূমি। এই কোর্ট বড় বড় মামলার দ্রুত নিষ্পত্তি করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টার কোনও ত্রুটি রাখব না। বারের সহযোগিতা আশা করছি।”

বস্তুত, গত ১ মে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান
(নিজস্ব চিত্র)

বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন তিনি। বিচারপতি শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল উত্তীর্ণ হয়েছেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। বিচারপতি হিসাবে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ মামলার মধ্যে রয়েছে স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা।

 

Next Article