Cyclone Remal Latest Update: সময় কমছে, বিকেলেই জন্ম হতে পারে রেমালের, আজ কোথায়-কোথায় ঝড়-বৃষ্টি হবে?
Cyclone Remal: হাওয়া অফিস বলছে, আগামিকাল মধ্যরাতে বাংলা-বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হতে পারে রেমালের। সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর জেরে রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় জারি লাল সতর্কতা।
কলকাতা: আবহাওয়া অফিস বলছে শনিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগের দুর্ভোগ শুরু হবে। আর হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিললে সময় অত্যন্ত কম। জানা যাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপে।
হাওয়া অফিস বলছে, আগামিকাল মধ্যরাতে বাংলা-বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হতে পারে রেমালের। সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর জেরে রবিবার ও সোমবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় জারি লাল সতর্কতা। অপরদিকে, কলকাতায় ৯০ কিলোমিটার/ঘণ্টা বেগে বইতে পারে ঝড়। আজ দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
উপকূলের জেলাগুলিতও জারি সতর্কতা। ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ দিকে, আজ আবার রয়েছে নির্বাচন। ফলত ভোটে বিঘ্ন ঘটাতে পারে ঝড়-বৃষ্টি। এ দিকে, ঝড়ের মোকাবিলায় প্রস্তুত নবান্নও। শুক্রবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। দুই রাজ্যকেই সাহায্যের সব রকম আশ্বাস দেওয়া হয়েছে। অপরদিকে, রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম।কন্ট্রোল রুমের নম্বর ১০৭০ এবং (০৩৩) ২২১৪ ৩৫২৬। পাশাপাশি জেলাগুলিতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।