Cyclone Sitrang update: রাজ্যের জন্য স্বস্তি, দুই চব্বিশ পরগনা ছাড়া বড় দুর্যোগের আশঙ্কা নেই কলকাতা-সহ অন্যান্য জেলায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 24, 2022 | 4:05 PM

Cyclone Sitrang update: পশ্চিমবঙ্গের জন্য স্বস্তির খবরই শোনাচ্ছে আলিপুর আবহওয়া দফতর। কলকাতায় সিত্রাংয়ের প্রভাব সেভাবে পড়বে না বলে জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Cyclone Sitrang update: রাজ্যের জন্য স্বস্তি, দুই চব্বিশ পরগনা ছাড়া বড় দুর্যোগের আশঙ্কা নেই কলকাতা-সহ অন্যান্য জেলায়
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) বর্তমান অবস্থান এখন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে। সাগর থেকে দক্ষিণ দিকে ৩৮০ কিলোমিটার দূরে। আবহাওয়া দফতর (Meteorological Department) থেরে পাওয়া শেষ আপডেট বলছে বরিশাল থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৫২০ কিমি দূরে অবস্থান করছে সিত্রাং। পূর্বাভাস বলছে  উত্তর-উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার পর আরও ঘনীভূত হয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে সিত্রাংয়ের। ২৫ অক্টোবর সাতকালে আছড়ে পড়ার কথা রয়েছে বরিশালে।  

তবে পশ্চিমবঙ্গের জন্য স্বস্তির খবরই শোনাচ্ছে আলিপুর আবহওয়া দফতর। কলকাতায় সিত্রাংয়ের প্রভাব সেভাবে পড়বে না বলে জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। মাঝেমধ্যে বইবে দমকা হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। ক্ষতির আশঙ্কা থাকছে সুন্দরবনে। কবে কলকাতা-সহ বাকি কোথাও বড় দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার সকাল পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে। তবে মঙ্গলের দুপুর থেকেই ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। 

পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির উপকূল বর্তী এলাকায় মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ-নদিয়ার দু এক জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা রক্ষা পেলেও সোমবার সন্ধ্যা থেকে দুই ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রাতের দিকে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে ৭০ থেকে ৯০ কিলোমিটার প্রতিঘণ্টার মাত্রাও ছাড়াতে পারে। দুই মেদিনীপুরে ৪০ থেকে ৫০ ঘণ্টা প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায়।

 

Next Article