Sealdah-Bangaon Local: দমদমে ঢোকার আগে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বনগাঁ লোকাল
Sealdah-Bangaon Local: দমদমে বেলাইন হয়ে যায় ট্রেন। চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনে গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

কলকাতা: সময় মতো প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেন। সেই সময়ই বড়সড় অঘটনা। লাইনচ্যুত হয়ে গেল বনগাঁ লোকাল। দমদমে বেলাইন হয়ে যায় ট্রেনটি। চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনে গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
জানা যাচ্ছে, ১২ বেজে ১০ মিনিট নাগাদ বনগাঁ থেকে শিয়ালদহ ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। ট্রেনের ভিতর নিত্যযাত্রীরা অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে নামবেন বলে। স্টেশনে ততক্ষণে ঢুকে গিয়েছে ট্রেন। সেই সময় আচমকা বিরাট ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখা যায় ট্রেনের চাকাটি ট্র্যাক থেকে নেমে গিয়েছে। সেই সময় চিৎকার-চেঁচামেচি শুরু হয়। খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছে যান ইঞ্জিনিয়ররা। ট্রেনটি বর্তমানে ওইখানেই দাঁড় করানো রয়েছে। অ্যাকশন রিলিফ পৌঁছেছে। তবে গতি কম থাকায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
উল্লেখ্য, লোকাল ট্রেনের বেলাইন হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে হাওড়া-টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হয়ে যায় বাগনান লোকাল। তবে এর আগে মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটেছিল। ২০২৩ সালে করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বাহানাগার কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে তিনটি বগি। যার জেরে মৃত্যু হয় একাধিকের।

