Digha Jagannath Temple: বুধে মন্দিরের লড়াই! মন্দির-রাজনীতিতে কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়
Digha Jagannath Temple: ওই দিনটাই মন্দির সংস্কারের জন্য বেছে নিল বিজেপি। অক্ষয় তৃতীয়ার দিন অশান্তিতে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত হওয়া মন্দির সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। পুনরায় পুজো শুরু হবে ওই মন্দিরগুলিতে।

কলকাতা: মন্দির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। আগামী ৩০ এপ্রিল, বুধবার দিঘায় জগন্নাথ ধাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। সরকারি নথিতে যাকে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে। শুরু থেকেই এই মন্দির নিয়ে বিরোধী মনোভাব প্রকাশ করেছে বিজেপি। আর মন্দির উদ্বোধনের দিনই, মন্দির নিয়েই ভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।
পূর্ব পরিকল্পনামতো ৩০ এপ্রিল, বুধবার জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করে মন্দির উদ্বোধন হবে। ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠান হবে, যার সব আয়োজন শেষ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিঘা।
এদিকে, আর ওই দিনটাই মন্দির সংস্কারের জন্য বেছে নিল বিজেপি। অক্ষয় তৃতীয়ার দিন অশান্তিতে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত হওয়া মন্দির সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। পুনরায় পুজো শুরু হবে ওই মন্দিরগুলিতে।
রাজনীতির কারবারিদের অনেকের মতে, মুর্শিদাবাদের অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে। ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরও গভীরে নিয়ে যেতে চায় বিজেপি। তার সঙ্গে সাযুজ্য রেখেই অক্ষয় তৃতীয়ায় মন্দির সংস্কারের এই কর্মসূচি বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “যে সব মন্দির ভেঙে দেওয়া হয়েছে, সেগুলিতে বার আমরা পুজো শুরু করব।”
এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে মমতা হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে চান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একা জায়গা ছাড়তে নারাজ পদ্ম শিবির। উল্লেখ্য, ওইদিনই দিঘায় নবনির্মিত মন্দিরের অদূরে একটি সনাতনী সভা হওয়ার কথা। সেই সভার অনুমতি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে।
