Dilip Ghosh: ‘ওঁদের পুরনো সম্পর্ক’ , শুভেন্দুর ‘প্রণাম’ নিয়ে দিলীপের গলায় শ্লেষ?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2022 | 12:11 PM

Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু একাধিকবার দাবি করেছেন, এটা নিছক সৌজন্য ছাড়া আর কিছুই নয়।

Dilip Ghosh: ওঁদের পুরনো সম্পর্ক , শুভেন্দুর প্রণাম নিয়ে দিলীপের গলায় শ্লেষ?
শুভেন্দুর প্রণাম নিয়ে মন্তব্য দিলীপের

Follow Us

কলকাতা: ‘ওঁদের পুরনো সম্পর্ক। অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন। উনি ওখানে করেছেন।’ শুভেন্দু-মমতার সৌজন্য সাক্ষাতের পর এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘরে প্রবেশ করেই মমতার পা ছুঁয়ে প্রণাম করেছেন শুভেন্দু। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এরই মধ্যে দিলীপের এই মন্তব্যে শ্লেষের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। তবে কি শুভেন্দুর এই প্রণাম ভাল চোখে দেখলেন না দিলীপ?

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হলে শুক্রবারের এই সৌজন্য নিয়ে দিলীপকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘ওঁনাদের পুরনো সম্পর্ক। অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে। উনি ওখানে করেছেন। এটা ব্যক্তিগত বিষয়। এবিষয়ে কিছু বলার নেই।’ আর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু একাধিকবার দাবি করেছেন, এটা নিছক সৌজন্য ছাড়া আর কিছুই নয়। তারপরই দিলীপের গলায় শ্লেষের সুর কেন? তবে এই বিষয়ে বিজেপি শিবিরের মধ্যে দ্বিমত রয়েছে? উল্লেখ্য, দিন কয়েক আগেই কালীঘাটে গিয়ে মমতার থেকে ভাইফোঁটা নিয়ে এসেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

শুক্রবার শুভেন্দু-মমতা সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, এটা সৌজন্যের রাজনীতি। এতে অস্বাভাবিক কিছু নেই। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, বিজেপির মধ্যে এই ইস্যুতে কোনও ভিন্ন সুর নেই। তবে দিলীপের এমন মন্তব্য কেন? এই প্রশ্নের জবাবে শমিক বলেন, ‘দিলীপ ঘোষকে অনেক শহিদের ছবিতে মালা দিতে হয়েছে। দিলীপ ঘোষের পা জড়িয়ে ধরে কেঁদেছেন সেই সব শহিদের পরিবার।’ তবে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর মধ্যে যে কোনও ফারাক যে নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন শমিক।

শমিকের সেই মন্তব্যের রেশ ধরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘শমিক যেভাবে বললেন, দিলীপ ঘোষ শহিদদের ছবিতে মালা দিয়েছেন, তাতে যেন বুঝিয়ে দেওয়া হল, বিজেপির যে কোনও লড়াই থেকে শুভেন্দু অনেকটাই দূরে।’ দিলীপের মন্তব্যে কতটা শ্লেষ থাকছে, তা নিয়ে প্রশ্ন থাকছে, তবে এই বিষয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল।

Next Article