AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: মঙ্গলবার বলেছিলেন যাব, মোদী আসার আগে রাতে দিলীপে জানিয়ে দিলেন যাচ্ছেন না দুর্গাপুরে

Dilip Ghosh: দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ। মেদিনীপুর জোনে সভা হলে যাব, জানালেন দিলীপ। পার্টিকে বিড়ম্বনায় ফেলতে চাই না। ঘনিষ্ঠ মহলে বললেন দিলীপ। প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে এই দুর্গাপুর থেকেই দিলীপ ঘোষকে টিকিট দিয়েছিল বিজেপি।

Dilip Ghosh: মঙ্গলবার বলেছিলেন যাব, মোদী আসার আগে রাতে দিলীপে জানিয়ে দিলেন যাচ্ছেন না দুর্গাপুরে
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 17, 2025 | 7:44 PM
Share

সৌরভ গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট 

কলকাতা: কিছুদিন আগেই এসেছিলেন আলিপুরদুয়ারে। ছাব্বিশের নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে একজোট হয়ে লড়াইয়ের ডাকও দিয়েছিলেন। এবার ফের আসছেন। রাত পোহালেই দুর্গাপুরে বিরাট জনসভা। কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সব হেভিওয়েটরা। পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। কিন্তু, দিলীপ ঘোষ কী যাবেন? সকাল থেকেই অনিশ্চয়তার মেঘ। যাবেন কী যাবেন না তা নিয়ে ঠিক করে কিছুই জানা যায়নি! তেমনটাই খবর ছিল ঘনিষ্ঠমহল সূত্রে। যদিও সন্ধ্যাতেই জানা গেল পাকা খবর। 

দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ। মেদিনীপুর জোনে সভা হলে যাব, জানালেন দিলীপ। পার্টিকে বিড়ম্বনায় ফেলতে চাই না। ঘনিষ্ঠ মহলে বললেন দিলীপ। প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে এই দুর্গাপুর থেকেই দিলীপ ঘোষকে টিকিট দিয়েছিল বিজেপি। কীর্তি আজাদের সঙ্গে জোরাল টক্কর হলেও শেষবেলায় নিরাশ হয়েই ফিরতে হয়েছিল দিলীপকে। যদিও চেনা গড় মেদিনীপুর থেকে সরিয়ে তাঁকে সেখান দাঁড় করানো নিয়ে বিতর্কও কম হয়নি। 

দুর্গাপুুর যাওয়া নিয়ে গত মঙ্গলবার মুখ খুলতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। স্পষ্ট বলেছিলেন, “শেষ নির্বাচনের সময় অনেক জায়গায় সভা করেছেন প্রধানমন্ত্রী। আমি তখন নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। আগে আলিপুরদুয়ারে এসেছিলেন, কিন্তু অত দূরে যাওয়া সম্ভব ছিল না। কর্মীরা ডেকেছে আমাকে দুর্গাপুরে। সেখানে চলে যাব। সবার জন্য কোনও আমন্ত্রণপত্র হয় না। হাজার হাজার লোক আসবে। জানাবেন মিডিয়ায় জেনে লোক আসবে, পার্টির কর্মী এমন ভাবেই আসবে, আমিও যাব।”