Covid Bulletine: পুজোর বাংলায় আক্রান্ত কত, করোনা কাড়ল কতজনের প্রাণ? জেলাওয়াড়ি পরিসংখ্যান এক ক্লিকে

Durga Puja: সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

Covid Bulletine: পুজোর বাংলায় আক্রান্ত কত, করোনা কাড়ল কতজনের প্রাণ? জেলাওয়াড়ি পরিসংখ্যান এক ক্লিকে
বঙ্গের করোনা পরিস্থিতি একনজরে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 10:03 PM

কলকাতা: পুজোর মরসুমে বিপদের (COVID19) চোখ রাঙানি রয়েছেই। করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা যেমন একদিকে ভয় ধরাচ্ছে। একই সঙ্গে পুজোর সময় রাস্তায় এত সংখ্যক মানুষের ঢল নিয়েও রয়েছে উদ্বেগ। হাজার, হাজার মানুষ ‘প্যান্ডেল হপিং’-এ ব্যস্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেখছেন কলকাতা থেকে জেলাগুলির সেরার সেরা পুজো। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এত মানুষের জমায়েতে কি আর স্বাস্থ্যবিধি মানা যায়? ইদানিং করোনা যে আবার মাথাচাড়া দিচ্ছে স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

কোচবিহার- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। রবিবার মৃত্যু-১, সোমবার মৃত্যু-০।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-১।

কালিম্পং- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

মালদহ-গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

নদিয়া- গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। রবিবার মৃত্যু-২, সোমবার মৃত্যু-৩।

বীরভূম- গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। রবিবার মৃত্যু-১, সোমবার মৃত্যু-০।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

অলঙ্করণ: অভীক দেবনাথ

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

হাওড়া- গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

হুগলি- গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। রবিবার মৃত্যু-১, সোমবার মৃত্যু-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮ জন। রবিবার মৃত্যু-৪, সোমবার মৃত্যু-২।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-১।

কলকাতা- গতকাল আক্রান্ত ১৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬ জন। রবিবার মৃত্যু-২, সোমবার মৃত্যু-১।

অন্যদিকে, সোমবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৫৯৭ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

আরও পড়ুন: Durga Puja 2021: বোধনের সন্ধ্যাতেই জোর ‘টক্কর’! সিপিএমের বুক স্টল নাকি জাগো বাংলার স্টল, এগিয়ে কে