Property for Daughter’s: বিয়ে হয়ে গেলে ‘বাবার সম্পত্তি’ মেয়েরা পাবে? কী বলছে আইন?
Property for Daughter's: বাঙালি পরিবার ও অবাঙালি পরিবারের মধ্যেও পৃথক ধারণা রয়েছে। অবাঙালি পরিবারে সাধারণত একজন কর্তা (হেড অফ দ্য ফ্যামিলি) থাকেন, তিনিই সম্পত্তির মালিক হন। তাঁর থেকে বাকিরা উত্তরাধিকার পায়।

‘কন্যাসন্তান চিরকাল কন্যা হয়েই থাকে, আর পুত্রসন্তান ততদিন পর্যন্ত ‘পুত্র’ থাকে, যতদিন পুত্রবধূ ঘরে না আসে।’ সম্পত্তি সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে নির্দেশনামায় এ কথা উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। আসলে কন্যাসন্তান তথা পরিবারের মহিলা সদস্যের লড়াই ভারতে দীর্ঘদিনের। যে বাড়িতে জন্ম, যে ভিটেতে বড় হওয়া, সেই ভিটের অধিকার পাবে না মেয়ে! ভারতীয় আইনে দীর্ঘদিন সেই সুযোগ ছিল না। কন্যাসন্তানের সম্পত্তিতে সমান অধিকার ছিল না। ২০০৫ সালে সংশোধন হয়েছে সেই নিয়ম। ভারতে সম্পত্তির অধিকারের আইন মূলত ধর্মের ভিত্তিতে ভাগ করা। অর্থাৎ হিন্দু পরিবারের জন্য রয়েছে ‘হিন্দু সাকসেশন অ্যাক্ট’ বা হিন্দু উত্তরাধিকার আইন। এছাড়া মুসলিম পরিবারের জন্য উত্তরাধিকারের আইন রয়েছে মুসলিম...





