Durgapur: পলিসিগত ফারাক রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লুত দিলীপ-পত্নী
Durgapur: দিলীপ বলেন, "আমার যাওয়াতে দলের কোনও সমস্যা হয়নি। কয়েকজনের সমস্যা হয়েছে।" সঙ্গে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার এও বললেন. দিঘার জগন্নাথ মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাঁরা আপ্লুতই।

দুর্গাপুর: পুজো-মন্দির নিয়ে কোনও রাজনীতি নয়। আবারও তা স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরে সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বললেন দিলীপ। দিঘায় দিলীপের জগন্নাথ মন্দির দর্শন ও মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক ছড়ায় রাজ্য রাজনীতি। তাতে দলের অভ্যন্তরেও তাঁকে তির্যক মন্তব্যে শিকার হতে হয়। তার ব্যাখ্যা দিয়ে দিলীপ বলেন, “আমার যাওয়াতে দলের কোনও সমস্যা হয়নি। কয়েকজনের সমস্যা হয়েছে।” সঙ্গে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার এও বললেন. দিঘার জগন্নাথ মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাঁরা আপ্লুতই।
দিলীপ বলেন, “আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমি বাড়ির সামনে শিব মন্দিরে জল ঢালি। এটা আমার রক্তে আছে। গত বছর এখানে ইস্কনের মন্দিরে ছিলাম। বাংলায় সব জিনিস নিয়েই সমালোচনা হয়।” তিনি বলেন, “দিলীপ ঘোষকে নিয়ে কারোর কারোর অসুবিধে থাকতে পারে, কিন্তু আমার কাউকে নিয়ে কোনও সমস্যা নেই।”
বুধবার সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দির দর্শনে যান। তিনি স্নান করান জগন্নাথ দেবকে। দিলীপ-মমতা সাক্ষাৎ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে এবার মুখ খুললেন রিঙ্কু মজুমদার। তিনি এটাও স্পষ্ট করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পলিসিগত মতের পার্থক্য রয়েছে। তবে তিনি যেভাবে তাঁদের আন্তরিকতার সঙ্গে আতিথেয়তা করেছেন, তাতে তাঁরা আপ্লুত।





