কলকাতা: ব্যাঙ্কিং প্রতারণা মামলায় শহরে ফের ইডির তল্লাশি। শহরে ৪ জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। দমদম ক্যান্টনমেন্টে ৪৯, এস. পি. মুখার্জি রোডে সঞ্জয় গুপ্তা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও ওই ব্যবসায়ী বাড়িতে নেই। তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করছেন ইডি আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে লোন নেওয়ার পরে আর্থিক প্রতারণার মামলায় নাম উঠে এসেছে সঞ্জয় গুপ্তার। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে রয়েছেন সঞ্জয়।
অন্যদিকে, হুগলির বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারি একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারিক যান। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারি দলটি।
জানা গিয়েছে, ওই বাড়ি মালিকের নাম শান্তনু পোদ্দার। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এর আগেও তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দফতর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।