কলকাতা: সদ্য পৌষ মাস শুরু হয়েছে। মরসুমের হিসেব বলছে, এটাই আসলে শীতের শুরু। ফ্রুট কেক, পিকনিক আর লেপ-কম্বলের ফ্যান্টাসি ধাক্কা খেল শুরুতেই। মঙ্গলবার থেকে ঘুরতে শুরু করেছে হাওয়া। এবারের শীত যেন এগোতেই পাচ্ছে না, পদে পদে বাধা। শনিবার, রবিবার, সোমবার একটু শীত পড়ার পর মঙ্গলবার ফের বেড়ে গেল তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে, তাতে সপ্তাহান্তে আবহাওয়া খুব একটা মনোমুগ্ধকর হবে না। রবিবারের সকালে হিমেল রোদে পিঠ দিয়ে কফির কাপ হাতে বসে থাকতে পারবেন বলেও মনে হচ্ছে না। কারণ শীতের পথে আবারও কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। ২ দিনে আড়াই ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতায়।
আজ, মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ-ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এখনই নয়। বৃষ্টি নামতে কয়েকদিন দেরী আছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘ-বৃষ্টির বাধায় রাতের তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই হাওয়া বদলে যাঁদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, তাঁরা হলেন কৃষিজীবী। মনে করা হচ্ছে, ফের বিপাকে পড়তে পারেন আলু ও সবজি চাষিরা। অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে ফসল।