Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আই-কোর মামলায় মদন মিত্রের বড় ছেলেকে তলব ইডির

এর আগে প্রয়াত আই-কোর (Icore) প্রধান অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

আই-কোর মামলায় মদন মিত্রের বড় ছেলেকে তলব ইডির
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 9:42 AM

কলকাতা: পঞ্চম দফা ভোটের আগে অস্বস্তি বাড়ল তৃণমূলের। কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের (Madan Mitra) ছেলে স্বরূপ মিত্রকে আই-কোর মামলায় তলব করল ইডি। এর আগে প্রয়াত আই-কোর প্রধান অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। সেখান থেকে তাঁদের হাতে উঠে এসেছিল বেশ কিছু তথ্য। সেই তথ্যের ভিত্তিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এ বার ডাক পড়ল স্বরূপ মিত্রের।

আগামিকাল ভোট কামারহাটিতে তার আগেই তলব তৃণমূল প্রার্থী মদন মিত্রের বড় ছেলেকে।  ২৩ তারিখ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্বরূপ মিত্রকে, এমনটাই জানা গিয়েছে তদন্তকারী আধিকারিকদের সূত্রে। কয়েকদিন আগে থেকেই আই-কোর মামলায় সক্রিয় হয়েছে ইডি। তদন্তে নেমে প্রয়াত আইকোর কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে ১৩ এপ্রিল জিজ্ঞাসাবাদ করেছিলেন আধিকারিকরা। অনুকূলের মৃত্যুর পর কণিকায় ছিলেন ইডির একমাত্র ভরসা। কণিকাকে জিজ্ঞাসাবাদের পর একের পর এক রাজনৈতিক নেতাকে তলব করছে ইডি।

উল্লেখ্য, ২০১৭ সালে বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে টাকা তোলার অভিযোগে অনুকুল মাইতিকে গ্রেফতার করেছিল সিবিআই। তারও আগে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি ২০১৫ সালে গ্রেফতার করেছিল পূর্ব মেদিনীপুরের এই চিটফান্ড সংস্থার প্রধানকে। বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা তুসে আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল অনুকূল মাইতির বিরুদ্ধে। সিবিআই গ্রেফতার করার পরে ওড়িশার জেলে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: ‘আমি মারা যাচ্ছি’, অক্সিজেনের ছেঁড়া নল নিয়ে ঘরে ফোন, এনআরএস-এ তিলে তিলে মৃত্যু বৃদ্ধের