SIR in Bengal: এনুমারেশন ফর্ম বিলিতে দিকে দিকে ‘বেনিয়ম’! জেলাশাসকদের কাছে গেল কমিশনের কড়া বার্তা
Enumeration Forms: সম্প্রতি, যোধপুর পার্কে আকাশ দাস নামে এক বিএলও-কে দেখা যায় তিনি রাস্তার পাশে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন। দুর্গাপুরেও দেখা গিয়েছে কার্যত একই রকমের ছবি। সেখানেও বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করতে দেখা যায় এক বিএলও-কে।

কলকাতা: এসআইআরের মূল পর্বের কাজ শুরু হতেই তা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। বিতর্ক, তরজা সবই চলছে পুরোদমে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। তবে সেই ক্ষেত্রেও উঠছে নানাবিধ অভিযোগ। কোথাও শোনা যাচ্ছে বাড়িতে নয়, রাস্তায় ফর্ম বিলি করছেন বিএলও-রা। কোথাও আবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগও উঠেছে। কোথাও আবার বাড়ি বাড়ি নয় ক্লাসরুমে বসেই কাজ সারতে দেখা যায় বিএলও-কে। স্কুলের মধ্যেই বিলি হল এনুমারেশন ফর্ম। এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই নির্বাচন কমিশন যে চরম ক্ষুদ্ধ তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল।
নির্বাচন কমিশনের সাফ কথা, বাড়িতে বাড়িতে গিয়েই এনুমারেশন ফর্ম দিতে হবে বুথ লেভেল অফিসারদের। এই কাজ কোনওভাবেই বাইরে থেকে করা যাবে না। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ জেলাশাসকদের। পৌঁছে গিয়েছে বার্তা। এ বিষয়ে জেলাশাসকদের আরও সতর্ক রয়েছে বলে মনে করছে কমিশন। জেলাশাসকদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ পৌঁছে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। সতর্ক না হলে কমিশন যে নিজেই পদক্ষেপ করবে সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি, যোধপুর পার্কে আকাশ দাস নামে এক বিএলও-কে দেখা যায় তিনি রাস্তার পাশে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন। দুর্গাপুরেও দেখা গিয়েছে কার্যত একই রকমের ছবি। সেখানেও বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করতে দেখা যায় এক বিএলও-কে। মালদহের চাঁচলে আবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগ ওঠে বিএলও-র বিরুদ্ধে। ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে চরম শোরগোল শুরু হয়ে যায় জেলার রাজনৈতিক মহলে। যদিও বিলি নয়, ওখানে ফর্ম গোছানো হচ্ছিল বলে সাফাই দিয়েছেন সেই বিতর্কিত বিএলও। অন্যদিকে সাঁকরাইলে আবার স্কুলের মধ্যে ফর্ম বিলি করার ছবি সামনে এসেছে। শুধু তাই নয়, তৃণমূল নেতাদের নজরদারিতে ফর্ম বিলি করার অভিযোগ ওঠে।
