West Bengal’s School: গরমের ছুটি শেষ, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে স্কুল

West Bengal’s School: ৫ জুন স্কুল খোলার বিষয়ে শিক্ষা দফতর থেকে স্কুলগুলিকে জানানো হয়েছে। পাঠানো হয়েছে নির্দেশিকা।

West Bengal’s School: গরমের ছুটি শেষ, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে স্কুল
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2023 | 7:56 PM

কলকাতা: ছুটি শেষ। অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনেই খুলছে স্কুল। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলগুলি (School) খুলবে ৫ জুন। পূর্বঘোষিত সিদ্ধান্তেই সিলমোহর শিক্ষা দফতরের (Education Department)। ৫ জুন স্কুল খোলার বিষয়ে শিক্ষা দফতর থেকে স্কুলগুলিকে জানানো হয়েছে। তবে ৭ তারিখ খুলছে প্রাইমারি স্কুলগুলি। নির্দেশিকায় জানানো হয়েছে এমনই।

প্রসঙ্গত, এবারে বৈশাখের শুরু থেকে ক্রমেই বেড়েছে গরমের দাপট। চলেছে তাপপ্রবাহ। তাতেই পড়ুয়াদের অস্বস্তির কথা মাথায় রেখে এপ্রিলের মাঝামাঝি সময়ে একদফার ছুটি দিয়ে দেয় রাজ্য সরকার। প্রবল গরমের জেরে ৬ দিন স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় বাড়ন্ত গরমে নিজের উদ্বেগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি বাচ্চাদের সঙ্গে মিশি। একটি বাচ্চা আমায় জানিয়েছে আমরা আর পারছি না। মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা মানে হিট স্ট্রোকের প্রবণতা। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এক্ষুনি সিদ্ধান্ত নিচ্ছে।” এরপর ১৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলে ছুটি। তারপর ফের খোলে স্কুল।

সূত্রের খবর, আগের নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ মে থেকে স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, দাবদহের জেরেই ছুটির দিনক্ষণ এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এপ্রিলের শেষে গরমের দাপট খানিক কমলে অনেকে আবার পূর্ব নির্ধারিত সূচি মেনে ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেন। যদিও শেষ পর্যন্ত ২ মে থেকে পড়ে যায় স্কুলের ছুটি।