AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: দিলীপ ঘোষকে নিয়ে বার্তা দিয়ে দিল BJP

Dilip Ghosh: গেরুয়া শিবির সূত্রে খবর, দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে, দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে। যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভাল।

Dilip Ghosh: দিলীপ ঘোষকে নিয়ে বার্তা দিয়ে দিল BJP
দিলীপ ঘোষ, বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2025 | 6:16 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসিমুখে বসে দিলীপ ঘোষ! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে যেতেই কার্যত ‘আগুন’ লেগে যায় বঙ্গ শিবিরের অন্দরে। কেউ বলেছেন ‘নির্লজ্জ’ কেউ বা আবার বলেছেন ‘ভোগী’। দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতেও পিছু পা হননি দলেরই একাংশ নেতারা। সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে এক যোগে সব বিজেপি নেতাদের একাংশ কেউ নাম করে, কেউ বা নাম না করে আক্রমণ করেছিলেন প্রাক্তন এই সাংসদকে। এমন আবহের মধ্যে এবার বঙ্গ বিজেপি-র তরফে সব স্তরের নেতাদের উদ্দেশ্যে দেওয়া হল বার্তা।

গেরুয়া শিবির সূত্রে খবর, দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে, দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে। যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভাল। আর একান্তই যদি প্রতিক্রিয়া দেওয়ার দরকার হয়, তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য মন্তব্য করবেন। এ দিকে, শনিবারই দিলীপ ইস্যুতে ‘চ্যাপটার ক্লোজ়’ বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল সৌমিত্র খাঁ-কে।

গতকাল সাংবাদিক বৈঠকে শমীক বললেন, “যে যাঁর মনের মতো লিখতে পারে না। তাই দল যেটা করার সেটা করবে। বিজেপি সংঘবদ্ধভাবেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে। কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যাঁরা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন, ভাবছেন বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গিয়েছে, তাঁরা ভুল করছে। একটু অপেক্ষা করুন। পরিস্থিতি বদলে যাবে। যা হচ্ছে এটা নিন্দনীয়। প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। সে যত বড় নেতাই হোক না কেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।”