
কলকাতা: বছর ঘুরলেই বাংলায় ভোটযুদ্ধ। কী হবে নির্বাচনে? তৃণমূল সরকারই থাকবে? নাকি ১৫ বছর পর পরিবর্তন দেখবে বাংলা? গেরুয়া শিবির আশাবাদী, একুশে হয়নি, এ বার হবে। দিল্লির নেতাদের মতোই হুঙ্কার দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। বিজেপি নেতারা যখন বাংলার কুর্সিতে বসার স্বপ্ন দেখছেন, চার-পাঁচ শতাংশ ভোট কীভাবে বাড়বে, সেই অঙ্ক কষছেন, তখন রাজ্যের প্রধান বিরোধী দলের জামানত জব্দের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ভোটের সলতে পাকানো শুরু হতেই ভোটার লিস্টে ‘ভূত’ খুঁজতে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দলই। ভূতুড়ে ভোটার নিয়েই জোর শোরগোল বঙ্গ রাজনীতির আঙিনায়। কিছুদিন আগেই মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছিল বিরোধীরা। এবার একই ইস্যুতে চাপানউতোর বাংলার বুকেও। ঠিক কী অভিযোগ? ...