রাজ্যে বাধ্যতামূলক মাস্ক, না হলে শাস্তি, কড়া নির্দেশ নবান্নের
যদি কেউ মাস্ক না পরে রাস্তায় বের হন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
কলকাতা: করোনা (COVID) আবহে বাড়তি সতর্কতার পথে রাজ্য। মাস্ক বাধ্যতামূলক। যদি কেউ মাস্ক না পরে রাস্তায় বের হন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, কড়া নির্দেশ নবান্নের।
দেশে করোনা হানা দেওয়ার পর থেকে বারবার চিকিৎসকরা বলে এসেছেন মাস্ক মাস্ট। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন এসেছে চিকিৎসক মহল থেকে। কিন্তু মাঝখানে করোনা সংক্রমণের গতি কমায় সাধারণ মানুষের মধ্যে করোনাবিধি নিয়ে ঢিলেমি দেখা দিয়েছিল। সেই সুযোগে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। তাই আরও একবার পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল করোনা আবহে মাস্ক পরা বাধ্যতামূলক। ২০২০ সালের ৩ জুন জারি হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে মহামারী আইন অনুযায়ী ফের পুলিশকর্মীদের মহামারী নিয়ন্ত্রণে জোর কদমে কাজ করার নির্দেশ দিয়েছে নবান্ন।
যদি কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরন তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশকে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় না রাখলে কঠোর পদক্ষেপ করার কথা উল্লেখ রয়েছে নবান্নের নির্দেশিকায়। ২০০৫ সালের দুর্যোগ বিপর্যয় আইনের ৫১ ধারাতেও পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ আধিকারিকদের।
করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে মাস্ক মাস্ট হয়েছিল গোটা দেশে। রাজ্যেও মাস্কহীনদের ধরপাকড় করেছিল পুলিশ। কখনও কান ধরে ওঠবসের মতো বেনজির শাস্তিও দেখা গিয়েছিল দেশের একাধিক রাজ্যে। কিন্তু সংক্রমণের ধার একটু কমতেই মাস্কে অনীহা দেখা গিয়েছিল আম আদমির। আর মাস্ক থাকলেও হয় থুতনিতে, না হয় পকেটে। তাই ফের মাস্ক মাস্ট করতেই কড়া পথ বেছে নিল নবান্ন।
প্রসঙ্গত, রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ। রাজ্যে স্রেফ একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ জন। এ নিয়ে বঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৭ লক্ষ ২৮ হাজার ৬১। করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৮৮৪ জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮০২ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫।
আরও পড়ুন: কোভিড আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ