Bantala: বিকট শব্দ, আগুন-অনর্গল ধোঁয়া, ভোটের মুখে বানতলায় কী হল?
Fire: গলগলিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া। আর তার ফাঁক দিয়েই আগুনের লেলিহান শিখা। আকাশ ঢেকে যায় ধোঁয়ায়। ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। যেখানে এই কারখানা, তা থেকে বাড়িগুলি খুব দূরে নয়। স্বভাবতই গ্রামের ভিতর এমন আগুন, এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যায় নামছে আতঙ্কের ছাপ তাঁদের চোখে মুখে।
কলকাতা: বিকট শব্দ, দাউ দাউ করে আগুন জ্বলছে, অনর্গল ধোঁয়া, ভোটের মুখে বানতলায় কিছু হল নাকি? ভয়কে বুকে চেপেই এলাকার লোকজন একে একে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এসে যে দৃশ্য দেখেন, তা কোনও বিস্ফোরণের ভয়াবহতা থেকে কম নয়। বানতলায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে রবিবার। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সাড়ে ৬টা অবধি পাওয়া খবরে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যেহেতু প্লাস্টিকের কারখানা, চারদিকে শুধু দাহ্যবস্তু। ফলে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। বানতলার লালকুঠি এলাকার ঘটনা।
এলাকার লোকজন জানান, বিকালে হঠাৎ মনে হচ্ছিল বিস্ফোরণ হচ্ছে। বিকট সে শব্দ! এরপরই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখেন, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠে আসছে।
গলগলিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া। আর তার ফাঁক দিয়েই আগুনের লেলিহান শিখা। আকাশ ঢেকে যায় ধোঁয়ায়। ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। যেখানে এই কারখানা, তা থেকে বাড়িগুলি খুব দূরে নয়। স্বভাবতই গ্রামের ভিতর এমন আগুন, এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যায় নামছে আতঙ্কের ছাপ তাঁদের চোখে মুখে।
ততক্ষণে দমকলে খবর দেওয়া হয়। পরপর ১০টি ইঞ্জিন এসে হাজির হয় এলাকায়। আগুন নেভানোর কাজ শুরু করে। শনিবারই ঝড়বৃষ্টি হয়েছে। এলাকার লোকজনের ভয়, আজও ঝড় হলে বিপদ বাড়বে। হাওয়ার দাপটে আগুন আরও বেশি ছড়াবে। পকেট ফায়ার থেকে গেলেও ভয়।