Loksabha Vote 2024: সবজি কিনলেন সায়নী, সৃজন মিছিলে, রচনাকে দেখতে জমল ভিড়… জমজমাট রবিবাসরীয় প্রচার
Loksabha Election 2024: বাজারে গিয়ে সবজি কিনলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আবার মিছিল করে প্রচার সারলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সাতসকালে সবজির বাজারে হাজির হলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। সাধারণ মানুষের আবদার মিটিয়ে প্রচারে সেলফি তুললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু দেশজুড়ে। সাত দফায় ভোট হবে। রাজ্যেও সাত দফাতেই ভোট। ভোট ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচার ছিল আজ। গোটা রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই এদিন জোর কদমে প্রচারে নামে রাজ্যের শাসক-বিরোধী সমস্ত শিবির। তৃণমূল ৪২টি আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে। বিজেপি দিয়েছে ২০টিতে। এখনও ২২টি বাকি। বামফ্রন্ট ১৭টিতে প্রার্থী দিলেও কংগ্রেস এখনও তালিকা ঘোষণাই করতে পারেনি। তবে প্রচার চলছে সব দলেরই। এদিন সকাল থেকে ধরা পড়ল প্রার্থীদের নানা মুড।
বাজারে গিয়ে সবজি কিনলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আবার মিছিল করে প্রচার সারলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সাতসকালে সবজির বাজারে হাজির হলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। সাধারণ মানুষের আবদার মিটিয়ে প্রচারে সেলফি তুললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
যাদবপুরে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন বারুইপুরে মিছিল করেন। পদ্মপুকুরে সিপিএমের জেলা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। সিপিএম প্রার্থীকে নিয়ে সেই মিছিল শেষ হয় শিবানীপীঠ এলাকায়। অন্যদিকে এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও জমিয়ে দেন রবিবারের প্রচার। ভাঙড়ে প্রচার করেন এদিন। গানে গানে চলে প্রচার। ভাঙড়ের নারায়ণপুর ও প্রাণগঞ্জে প্রচার করেন সায়নী। ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার লোকসভা ভোটের আহ্বায়ক সওকত মোল্লা।
রবিবার সকালে হুগলির পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের তারকা-প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ফুল স্লিভ শার্ট কলার ব্লাউজ আর সফ্ট লুমের শাড়ি পরে এদিন জমিয়ে প্রচার করেন রচনা। সঙ্গে ছিলেন পাণ্ডুয়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ রত্না দে নাগ, তৃণমূল হুগলি জেলা সভাপতি অরিন্দম গুঁইন, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র-সহ জেলার অন্যান্য নেতারা। জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত রচনা।
রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীও এদিন প্রচারে বেরোন। বলেন, “তৃণমূল ছাড়া আর কেউ নেই। বাকিরা প্রার্থীও ঘোষণা করতে পারছে না। তৃণমূলই এগিয়ে।” বাঁকুড়ায় আদিবাসী গ্রামে দলের কর্মীদের নিয়ে ঘুরে ঘুরে রবিবাসরীয় ভোটপ্রচারে দেখা গেল বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে।
রবিবার সবজি বাজারে ভোটপ্রচারে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কের ধারের ধলডাঙ্গা পাইকারি-খুচরো সবজি বাজারে প্রচার করেন তিনি। কৃষকদের কী কী সমস্যা তাও শোনেন। অন্যদিকে উত্তর হাওড়ার ১৩ নম্বর ওয়ার্ডের শৈল মুখার্জি লেনে জৈন সম্প্রদায় আয়োজিত একটি চক্ষু পরীক্ষা শিবির দেখা যায় বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তীকে।
শ্রীরামপুরে এদিন প্রচার করেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ডোমজুড়ের মাকড়দহ থেকে বাঁকড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন। এদিন তিনি বিভিন্ন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পথ চলতি মানুষের সঙ্গে কথাও বলেন।
কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচার করেন এদিন। ছোট ছেলের সঙ্গে প্রচারে বেরোন এ কেন্দ্রের বিদায়ী সাংসদ শিশির অধিকারী। দীর্ঘদিনের সাংসদ শিশিরবাবু। মনে মনে তৃণমূল ছেড়েছেন বহুদিন। তৃণমূল এখানে প্রার্থী করেছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে। বিজেপির মুখ সৌমেন্দু। বাবা-ছেলে এদিন চুটিয়ে প্রচার করেন।
জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। এদিন প্রচারে নেমে তিনি দলীয় কর্মীদের বার্তা দেন, “এবারের ভোট আপনার অধিকার আদায়ের ভোট। আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি কর্মীরা আপনার কাছে এসে যদি বলে তৃণমূল চোর, আপনারা মাথা নিচু করে থাকবেন না। উলটে বলবেন বিজেপি মহা চোর।”