Digha: বর্ষশেষের পার্টিতে পর্যটক যে এমনও করতে পারেন, দুঃস্বপ্নেও ভাবেননি হোটেলের কর্মী-মালিকরা, বর্ষশেষের রাতে নিউ দিঘার হোটেলে ভয়ঙ্কর কাণ্ড
Digha: প্রীতি গত পরশু অর্থাৎ ৩০ ডিসেম্বর নিউ দিঘায় স্বামীর সঙ্গে ঘুরতে যান। হোটেলের কর্মীরা জানাচ্ছেন, বর্ষশেষের রাতেও স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে মিলে হোটেল থেকে বেরিয়েছিলেন। রাতে ফিরেও আসেন।
দিঘা: বর্ষবরণের আনন্দের মাঝে মর্মান্তিক ঘটনা। নিউ দিঘার একটি হোটেল থেকে এক মহিলা পর্যটকের দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। তদন্তে দিঘা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রীতি কাউর (১৯)। তিনি আসানসোলের উত্তর নারায়ণপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতি গত পরশু অর্থাৎ ৩০ ডিসেম্বর নিউ দিঘায় স্বামীর সঙ্গে ঘুরতে যান। হোটেলের কর্মীরা জানাচ্ছেন, বর্ষশেষের রাতেও স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে মিলে হোটেল থেকে বেরিয়েছিলেন। রাতে ফিরেও আসেন।
প্রাথমিক অনুমান, গত রাতে স্বামীর সঙ্গে মতবিরোধের জেরেই আত্মঘাতী হয়েছেন প্রীতি। সকালে ঘটনার পর নিউ দিঘার হোটেল থেকে প্রীতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হোটেলের তরফেই থানায় জানানো হয়। পুলিশ গিয়ে হোটেলের রুম থেকে দেহ উদ্ধার করে। দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।